বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দুই ভাই, পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মাতুব্বর ও তার ভাই সিদ্দিকী মাতুব্বরের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ময়েনদিয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রায় ঘোষণার পর ময়েনদিয়া বাজারে একটি আনন্দমিছিল বের হয়, যা বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে দুই ভাইয়ের বাড়ি পর্যন্ত পৌঁছায়। মিছিল থেকে একদল ব্যক্তি প্রথমে সিদ্দিক মাতুব্বরের বাড়ি ও পরে মান্নান মাতুব্বরের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। প্রতিক্রিয়ার সময় দুই ভাই ও পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। পাশের ডহর নগর পুলিশ ফাঁড়ির কিছু পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সরে যায়।

সিদ্দিক মাতুব্বর অভিযোগ করেন, হামলাকারীরা একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদের আত্মীয় ও সমর্থক। মান্নান মাতুব্বর তার মামলার সাক্ষী ছিলেন, যা থেকেই প্ররোচিত হয়ে এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে, আবুল কালাম আজাদের ছেলে মাসুম বিল্লাহ (জেহাদ) এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গত দেড় সপ্তাহ ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং মিছিলে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, তার বাবার বিরুদ্ধে অন্যান্য অনেক সাক্ষীও রয়েছেন এবং কোনো সাক্ষীর সঙ্গে পরিবারের ব্যক্তিগত বিরোধ নেই।

এ ঘটনায় উল্লেখযোগ্য যে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৭ অক্টোবরও মান্নান ও সিদ্দিক মাতুব্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। তখনও একই পরিবারের বিরুদ্ধে মামলা হয়েছিল। বর্তমানে এই দুই ভাইয়ের পরিবার নিরাপত্তার কারণে এলাকায় স্থায়ীভাবে থাকছেন না।

ময়েনদিয়া বাজার সমিতির সভাপতি মাহবুব হাসান জানান, তিনি বিকেলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে পাশের সালথা উপজেলার একটি কাজে ছিলেন। রাত সাড়ে আটটার দিকে বাজারে ফিরে এসে জানতে পারেন দুই ভাইয়ের বাড়িতে হামলা হয়েছে, তবে কে বা কারা ঘটিয়েছে তা তার জানা নেই।

ডহর নগর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আল আমীন বলেন, তিনি অতিরিক্ত দায়িত্ব পালনে ভাঙ্গা উপজেলায় ছিলেন। এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন, ময়েনদিয়া এলাকায় হামলার কোনো অভিযোগ পেলে তারা অবশ্যই ব্যবস্থা নেবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রাজধানীতে মোবাইল ব্যবসায়ীরা বন্ধ ঘোষণা করায় ক্রেতাদের জন্য দিনের শুরু থেকেই বিভ্রান্তি ও ভিড়ের সৃষ্টি হয়েছে। বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট, মোতালেব প্লাজা, স্টার্ন প্লাজাসহ বিভিন্ন বাজারে ক্রেতারা মোবাইল কিনতে বা সারাতে এসে ফিরতে বাধ্য হচ্ছেন, কারণ দোকানপাট বন্ধ

২ ঘণ্টা আগে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শীতকালীন ছুটি নতুন করে পুনঃনির্ধারণ করেছে

৩ ঘণ্টা আগে

টাঙ্গাইলের সখীপুরে মা–মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতে গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার গ্রামে মানসিক ও শারীরিক চাপ সহ্য করতে না পেরে মা শাহনাজ বেগম (৫৮) নিজের প্রতিবন্ধী মেয়ে সাজেদাকে (২৬) শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা

৪ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে ৫৩ বিজিবি

৫ ঘণ্টা আগে