তারাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান প্রেমিকার

প্রতিনিধি
রংপুর
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৬: ৫১
Thumbnail image
ছবি: প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বেলতলী গ্রামে বিয়ের দাবিতে ছেলের বাবার বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর হাজিপাড়া গ্রামের আইনুল হকের মেয়ে তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ পড়ুয়া শিক্ষার্থীর সাথে একই কলেজের সহপাঠী ও একই ইউনিয়নের ঘনিরামপুর বেলতলী গ্রামের খলিলুর রহমানের ছেলে ইমরান হোসেন বাবুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল থেকে বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেয় ওই শিক্ষার্থী। ভূক্তভোগী তারাগঞ্জ ডিগ্রি কলেজ পড়ুয়া শিক্ষার্থী জানান, বিয়ের প্রলোভনে তার বড় সস্পদ কেড়ে নিয়েছে। নিয়মিত তাকে বিয়ে করা স্ত্রীর মত ভোগ করেছে। এনিয়ে তাকে বিয়ের চাপ দিলে ইমরান টালবাহানা শুরু করে।

তিনি বলেন, সামাজিক সম্মান বাঁচানোসহ অধিকার আদায়ে তার বাড়িতে অবস্থান করছি। বিয়ে না করলে নিজের জীবন বিপন্ন করার হুমকি দেন তিনি।

এদিকে ইমরান পালাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তার চাচা প্রভাবশালী জিয়াউর রহমান জিয়া জানিয়েছেন, এ বিয়ে কোনভাবে মেনে নেয়া হবেনা।

অন্যদিকে তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম জানিয়েছেন, গ্রাম্য পুলিশের মাধ্যমে ঘটনা তিনি শুনেছেন, কলেজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।

বিষয়:

রংপুর
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মারধর ও ভাংচুর করার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ জ্যেষ্ঠ নার্স মর্জিনা খাতুন সাতক্ষীরা সদর থানায় এ মামলাটি করেন।

৮ মিনিট আগে

গিরগিটির মতো মুহূর্তেই রং বদলে ফেলছেন খুলনার তেরখাদা উপজেলার সরকারি ইখড়ি-কাটেঙ্গা হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার শিকদার। বিগত ১৫ বছর আওয়ামী লীগ সেজে নিয়েছেন নানা সুযোগ সুবিধা।

২০ মিনিট আগে

কেসিসি’র মেয়র প্রার্থী বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘মেয়র হতে নয়, মামলা ক‌রে‌ছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। মেয়র হওয়া বড় নয়, আদালতে এই জালিয়াতি প্রমাণিত হোক, জালিয়াতির ফল বাতিল হোক-এটাই মূল চাওয়া। আদালত যদি আমাকে মেয়র ঘোষণা করে মন্ত্রণালয় সে অনুযায়ী পদক্ষেপ নিবে।’

২৭ মিনিট আগে

বকেয়া বেতন পরিশোধ ও শ্রমিকদের বেতন বাড়ানোসহ বেশকিছু দাবিতে চট্টগ্রামের কর্ণফুলীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। রোববার (৪ মে) সকাল ৬টা থেকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় গোল্ডেন সন লিমিটেড কারখানায় এই বিক্ষোভ শুরু হয়।

১ ঘণ্টা আগে