কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা এলাকায় বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম আবু তাহের (৪৮), এবং এ ঘটনায় আরো দুই কৃষক গুরুতর আহত হয়েছেন। আহতদের বর্তমানে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহেরের বাড়ি মইষাকান্দা গ্রামে, তার পিতা সিরাজুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আবু তাহের মিয়া ও তার দুই সহকর্মী কৃষি কাজের জন্য বাড়ির পাশের জমিতে গিয়েছিলেন। সকাল ৭টার দিকে বৃষ্টি শুরু হলে তারা জমির সেচ দেওয়ার মেশিনের টিনের ঘরে আশ্রয় নেন। ঠিক তখনই বজ্রাঘাতে ঘটনাস্থলে তাহেরের মৃত্যু হয়।
এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই কৃষক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, নিহত আবু তাহেরের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
এ ঘটনাটি এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া ফেলেছে, এবং বজ্রপাতের মতো দুর্ঘটনা থেকে কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা এলাকায় বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম আবু তাহের (৪৮), এবং এ ঘটনায় আরো দুই কৃষক গুরুতর আহত হয়েছেন। আহতদের বর্তমানে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহেরের বাড়ি মইষাকান্দা গ্রামে, তার পিতা সিরাজুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আবু তাহের মিয়া ও তার দুই সহকর্মী কৃষি কাজের জন্য বাড়ির পাশের জমিতে গিয়েছিলেন। সকাল ৭টার দিকে বৃষ্টি শুরু হলে তারা জমির সেচ দেওয়ার মেশিনের টিনের ঘরে আশ্রয় নেন। ঠিক তখনই বজ্রাঘাতে ঘটনাস্থলে তাহেরের মৃত্যু হয়।
এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই কৃষক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, নিহত আবু তাহেরের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
এ ঘটনাটি এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া ফেলেছে, এবং বজ্রপাতের মতো দুর্ঘটনা থেকে কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে।