ছাতকে মুরগি চুরিকে কেন্দ্র করে দুই গ্রামে সংঘর্ষ, ৩০ আহত

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে মুরগি চুরি থেকে শুরু হওয়া বিবাদ দুই গ্রামে রূপ নিলে, সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। ঘটনাটি শুক্রবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ খুরমা ইউনিয়নের দরারপাড় ও দেওগাঁও গ্রামে ঘটে।

অভিযোগ অনুসারে, দরারপাড় গ্রামের আবু বক্করের বাড়ি থেকে মুরগি চুরির খবর ওঠে, যার সঙ্গে দেওগাঁও গ্রামের নাহিদ মিয়ার নাম জড়িয়ে যায়। বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন আবু বক্কর নিজেই রাতের অন্ধকারে নাহিদের বাড়িতে যান এবং দু’পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।

শুধু কথার লড়াই নয়, পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। নাহিদের লোকজন আবু বক্করকে আটক করে রাখলে, দরারপাড়ের গ্রামবাসী সমর্থকদের নিয়ে এগিয়ে আসে। এতে দুই গ্রামের মানুষ দেশে-দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও নানা প্রকার সরঞ্জাম নিয়ে এক ঘন্টারও বেশি সময় ধরে সংঘর্ষে জড়ায়। উত্তেজনার এমন প্রকোপে পুরো এলাকা সাঁতমাট হয়ে ওঠে।

সংঘর্ষের খবর পৌঁছাতেই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে অন্তত ৩০ জন রয়েছে। সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং স্থানীয়রা বর্তমানে শান্তির শ্বাস ফেলতে পারছে। তবে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে দুই গ্রামে মানুষের মধ্যে তিক্ততার ছাপ কিছুটা থাকছেই।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরার সুন্দরবনে বনদস্যু ও জলদস্যু দমনে জিরো টলারেন্স অভিযান শুরু করেছে বনবিভাগ। শনিবার (২২ নভেম্বর) ভোর থেকে নৌকা, ট্রলার ও লঞ্চ তল্লাশি করে বনদস্যুতা ও জলদস্যুতার কার্যক্রম বন্ধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে

১২ ঘণ্টা আগে

বারো বছর ধরে ওমরা হজ পালনের স্বপ্ন দেখেন হাযরা । রোববার (১৬ নভেম্বর) থমকে গেল তার হজ স্বপ্ন, হাযরা আর নেই

১২ ঘণ্টা আগে

মানিকগঞ্জের সাটুরিয়ার মেসার্স মরিয়ম ট্রেডার্স দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদনবিহীনভাবে সার বিক্রি করছে। দোকানটিতে সরকারি নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ৬৫০–৭৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে। সরকারি কর্মকর্তারা বিষয়টি জানলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি

১৩ ঘণ্টা আগে

রাজধানীর পুরান ঢাকার ভূমিকম্পে নিহত বাবা-ছেলের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে। আবদুর রহিম (৪৫) এবং তাঁর ছেলে আবদুল আজিজ (১২)-এর লাশ শনিবার (২২ নভেম্বর) সকালে বশিকপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়

১৩ ঘণ্টা আগে