পঞ্চগড়ে চালু হলো জাপানি ভাষা প্রশিক্ষণ সেন্টার

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে প্রথমবারের মতো চালু হলো জাপানি ভাষা প্রশিক্ষণ সেন্টার। জাপানে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচনে জাপানে যেতে আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার দারিদ্র্য কল্যাণ সংস্থার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়।

এসময় দারিদ্র্য কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহজালালের সভাপতিত্বে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান, লতিফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিশ্বের যে কোন দেশে পড়াশোনা ও কর্মসংস্থানের যেতে হলে ভাষা শিক্ষার বিকল্প নেই। তেমনি জাপানে যেতে আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জাপানি ভাষা প্রশিক্ষণ নেয়া জরুরী। তবে উত্তরাঞ্চলে বিদেশ গমন ইচ্ছুকদের সংখ্যা খুবই কম।

তারা বলেন, আমরা যদি বিদেশি ভাষা শিক্ষা নিয়ে বিদেশে যাই তাহলে পড়াশোনাতে যেমন সমস্যা হয়না তেমনি দক্ষ কর্মী হয়ে ভাষা শিক্ষা নিয়ে কর্মসংস্থানের জন্য গেলেও দ্রুতই কর্মের দেখা মেলে। কেউ বেকার থাকেনা কিংবা টাকা খরচ করে দেশেও ফেরত আসেনা। দেশের রেমিট্যান্স বৃদ্ধি পায়। আমরা সবাই ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিয়ে প্রবাসী হবো দেশ ও পরিবারের উন্নয়নের অংশীদার হবো।

বক্তারা আরও বলেন, এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে জাপানে কর্মী নিয়োগের সুযোগ তৈরি হবে। এতে পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের তরুণ তরুণীরা আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেকে প্রতিষ্ঠিত করার একটি বাস্তব সুযোগ পাবে। এই ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বেকার তরুণদের বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে প্রস্তুত করা হবে।

বিষয়:

পঞ্চগড়
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

১৪ মিনিট আগে

শিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব

১৯ মিনিট আগে

দযাত্রার মধ্য দিয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন কমিটির লোকজন

২৭ মিনিট আগে

এ ব্যাচে ভর্তির লক্ষ্যে ৯২,৭৬৩ জন প্রার্থী অনলাইনে আবেদন করে। আবেদনকৃত প্রার্থীর মধ্য থেকে ৪০,৭৫৮ জন যোগ্য আবেদনকারী ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত হয়। পর্যায়ক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে দেশের ৪৮টি জেলায় মোট ৩৬০০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়

৩২ মিনিট আগে