কুমিল্লায় ‘আইদি’ পরিবহনের ধর্মঘট, সব বাস চলাচল বন্ধ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

কুমিল্লা রুট পারমিটবিহীন ‘আইদি’ পরিবহনের বাস চলাচলের প্রতিবাদে কুমিল্লার সব আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর থেকেই শুরু হওয়া এই ধর্মঘটের কারণে যাত্রী, চালক ও সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে পড়েছেন।

কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত ধর্মঘটের আওতায় কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-ফেনী ও কুমিল্লা-চাঁদপুরসহ বিভিন্ন রুটে অন্তত ৩০টি পরিবহনের হাজারও বাস ও মিনিবাস বন্ধ রাখা হয়েছে।

পরিবহন নেতারা জানান, ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ‘আইদি’ পরিবহন চলাচল শুরু করলেও কুমিল্লা থেকে কোনো রুট পারমিট দেওয়া হয়নি। এরপরও তারা নিয়ম না মেনে বাস চালিয়ে যাচ্ছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দাখিল করা হলেও চলাচল বন্ধ রাখতে আইনি পদক্ষেপ প্রয়োজন হয়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েছেন। রাজধানী ঢাকার বাসিন্দা আকাশ মজুমদার বলেন, “অসুস্থ দাদিকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু বাস বন্ধ থাকায় পথে পথে ঝুঁকি নিয়েই যেতে হবে।”

অন্যদিকে ‘আইদি’ পরিবহনের উপদেষ্টা তাজুল ইসলাম দাবি করেন, তাদের বাস চলাচলে আইনগত কোনো সমস্যা নেই। চাঁদপুর জেলা প্রশাসকের অনুমোদন থাকায় কুমিল্লায় অনাপত্তিপত্র পাওয়ার পরই চলাচল স্বাভাবিক হবে।

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক জানান, কুমিল্লা থেকে কোনো রুট পারমিট না থাকার কারণে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যে জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শো

২৮ মিনিট আগে

পার্বত্য এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পানছড়ি উপজেলার বাবুরাপাড়া খেলার মাঠে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় ৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

৩৩ মিনিট আগে

মুক্তিযুদ্ধের সময় বরিশালে পাকিস্তানি হানাদার বাহিনী ওয়াপদা কলোনিতে সামরিক ঘাঁটি ও টর্চার সেল স্থাপন করে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল। কীর্তনখোলা ও সাগরদী খাল সংলগ্ন এই ঘাঁটি থেকে ঝালকাঠি, ভোলা ও পটুয়াখালী এলাকায় লুটপাট ও হত্যাকাণ্ড পরিচালিত হতো। স্বাধীনতার পর এটি বধ্যভূমি হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া

১ ঘণ্টা আগে

বাগেরহাটের মোরেলগঞ্জে “দক্ষতা নিয়ে যাবো বিদেশে, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালেও উপজেলা প্রশাসনের উদ্যোগে মোরেলগঞ্জ উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ।

১ ঘণ্টা আগে