টাঙ্গাইলে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধি
টাঙ্গাইল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে বীরতারা ইউনিয়নের চরপাড়া কদমতলী গ্রামে ও সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শোয়েব (৩) ও আমিনুল ইসলামের ছেলে আরাফাত (৪)। নিহত শোয়েব ও আরাফাত সম্পর্কে চাচাতো ভাই। নিহত অপর শিশু হচ্ছে, উপজেলার বীরতারা ইউনিয়নের চরপাড়া কদমতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে আব্দুল্লাহ (২)।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ জানান, শনিবার সকালে দুই শিশু সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তাদের ভাসতে দেখা যায়। তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এদিকে, বিকেলে উপজেলার বীরতারা ইউনিয়নের চরপাড়া কদমতলী গ্রামে বাড়ির পাশে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহীদুল্লাহ বলেন, সকালে বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও বিকেলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনা দুটিতে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় একটি ব্রিজ ভেঙে খালের মধ্যে পরে গেছে। এতে কয়েকটি গ্রামের মানুষের চলাচল গত দুইদিন ধরে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বরিশাল শহরের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

৪ ঘণ্টা আগে

অভিযোগ করে প্রতিকার না পেয়ে তারা ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে কৃষকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ করা হয়। এতে চারজন কৃষক আহত হন

১ দিন আগে

ঘোষণা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। দাবি আদায় না হলে রোববার ভোর ৬ টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে

১ দিন আগে

দুর্নীতিকে না বলতে হবে সব পর্যায় থেকে। শিক্ষা জীবন থেকে এর চর্চা শুরু করতে হবে। শিক্ষা জীবনে যদি একজন শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধের চেতনা ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যতে কখনো সে দুর্নীতিতে জড়াবে না

১ দিন আগে