পঞ্চগড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৭

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
প্রতীকী ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আন্তঃবিদ্যালয় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিক্ষক সহ ১৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পাচঁটায় দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দেবীগঞ্জ-সোনাহার আঞ্চলিক সড়কে এই ঘটনাটি ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এছাড়া ১২ জন শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে ঘটনার পরপরই দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উত্তেজিত শিক্ষার্থীরা দেবীগঞ্জ-ডোমার মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় সড়কের দুই ধারে শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। শিক্ষার্থীরা সড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম রুহুল আমিন বলেন, আমাদের শিক্ষার্থীরা খেলা শেষে বিজয় মিছিল করে বিদ্যালয়ে আসতেছিল। এসময় তাদের উপর দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অতর্কিত হামলা করে। আমাদের ৭ জনের মত আহত হয়েছে। আমাদের শিক্ষার্থী বিদ্যালয়ের চলে এসে মুল গেট লাগিয়ে ভেতরে ছিল। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে। তবে আমাদের কয়েকজন গিয়ে তাদের বিদ্যালয়ের কিছু কাঁচ ভেঙ্গেছে।

দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দীন বলেন, ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমাদের দুইজন শিক্ষক সহ ১০-১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরে বসে সমাধানের আশ্বাস দিয়েছেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক স্বপূর্ণ কুমার সাহা বলেন, আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। ১২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বেশিরভাগই হাত সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আন্ত:বিদ্যালয় ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে। দুইটি বিদ্যালয়ের গিয়ে শিক্ষার্থী সহ সকলকে শান্ত করা হয়েছে। বিষয়টি সমাধান করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন

১ ঘণ্টা আগে

র্তমানে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে তিস্তার পানি দ্রুত সরে যাচ্ছে। এর ফলে গঙ্গাচড়ায় বন্যার অবস্থা উন্নতি হচ্ছে এবং ভাটি এলাকা কাউনিয়ার কিছু নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে

১ ঘণ্টা আগে

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে নদীর পানি দূষিত হচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে

১ ঘণ্টা আগে

আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী জেলায় টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার সকল শিশুদের টিকার আওতায় আনার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করবে

১ ঘণ্টা আগে