বরিশালে কমেছে সবজির দাম

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image

সপ্তাহের ব্যবধানে বরিশালের বাজারে সবজির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজি ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে। তবে মাংস ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

সোমবার (১৯ মে) সকালে বরিশালের একমাত্র পাইকারি সবজির আড়ত ও বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এছাড়া আজ শনিবারও বিভিন্ন বাজার ঘুরে দেখা একই চিত্র দেখা গেছে।

পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহেও পাইকারি ২০-২৫ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা। এছাড়া অন্যান্য সবজি কাঁচামরিচ গত সপ্তাহে কেজি ২৫-৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা, বরবটি গত সপ্তাহে কেজি ২০-৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা, করলা গত সপ্তাহে ২৫-৩০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে ২০-২৫ টাকা করে বিক্রি হচ্ছে, টমেটো গত সপ্তাহে ৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২০-২২ টাকা বিক্রি হচ্ছে, পটোল গত সপ্তাহে ২৫-৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া অন্যান্য সবজি গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে বেগুন প্রকার ভেদে ২৫-৩০ টাকা, সজনে ৫০-৬০ টাকা, ঢেঁড়স ১০-১৫ টাকা, লাউ আকার ভেদে ১০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচকলা ২৫ টাকা ও লেবুর হালি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে আলু প্রতি কেজি ২৫-৩০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ৫০-৬০ কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। সোনালি মুরগি ৩২০ টাকায়, গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া- ১৪০ টাকা, পাঙাস ১৩০-১৫০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৪৫০-৬৫০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বরিশালে সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের মালিক মো. শুভ জাগো নিউজকে জানান, বেশ কিছু দিন ধরেই সবজির দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। প্রতি সপ্তাহে ৫-১০ টাকা কমছে বাড়ছে। মাঝে মাঝে অপরিবর্তিত থাকছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধীকারী বলেন, প্রায় প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে বাজার মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৯ জুন তাকে ও উপস্থাপক নাহিদ হেলালকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

১ ঘণ্টা আগে

গ্রাহকদের পরিমাণে জ্বালানি তেল (পেট্রোল, অকটেন) কম দেওয়ার অপরাধে টাঙ্গাইল ফিলিং স্টেশনে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।

১ ঘণ্টা আগে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় রোগীদের খাবারসহ নানা অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে।

২ ঘণ্টা আগে

পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা ২১ জনকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করেছে সদর উপজেলা প্রশাসন।

৩ ঘণ্টা আগে