মানিকগঞ্জে সাটুরিয়া ও শিবালয়ে নাশকতার ঘটনায় দুই মামলা, ৯ জন গ্রেফতার

প্রতিনিধি
মানিকগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া ও শিবালয়ে নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নয়জন নেতা গ্রেফতার হয়েছেন।

পুলিশের বরাতে জানা গেছে, এক মামলায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা, আর অন্যটিতে যাত্রীবাহী বাসে আগুন লাগানোর মাধ্যমে সরকারবিরোধী কার্যক্রমের অভিযোগ রয়েছে।

সাটুরিয়ায় শিক্ষক-সাংবাদিকসহ পাঁচজন গ্রেফতার

সাটুরিয়ার দড়গ্রাম ইউনিয়নের তেবাড়িয়া এলাকায় রোববার (৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের চেষ্টা হয়। নিরাপত্তাকর্মী মোতালেব স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরদিন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান বিশেষ ক্ষমতা আইনে ৫০–৬০ অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

সোমবার (১০ নভেম্বর) রাতে পুলিশের অভিযানরে ফলে শিক্ষক ও সাংবাদিকসহ পাঁচজন গ্রেফতার হন। গ্রেফতারকৃতরা হলেন—সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আ খ ম নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান, ফুকুরহাটি ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন জানান, অগ্নিসংযোগ ও নাশকতার দুটি মামলায় এই পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

শিবালয়ে বাসে আগুন, গ্রেফতার ৪

অন্যদিকে, শিবালয় উপজেলার উথুলী সংযোগ মোড়ে রোববার (৮ নভেম্বর) রাতে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়। বাসের মালিক সিয়াম ইদ্রিস শিবালয় থানায় অজ্ঞাতনামা ১৫–২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩), ১৬(২) ও ২৫(ডি) ধারায় মামলা করেন।

এজাহারে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে বাসে আগুন লাগিয়েছে। তাদের লক্ষ্য ছিল আসন্ন জাতীয় নির্বাচন ব্যাহত করা এবং আইসিটি ট্রাইব্যুনালের মামলার রায় প্রতিহত করা।

এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন— মোহাম্মদ নিজাম উদ্দিন (৪৯), মো. আশরাফ হোসেন আখের (৫৫), মো. রেজাউল করিম লাভলু (৪৮) ও মোহাম্মদ রিফাত হোসেন (২২)। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, গ্রেপ্তার চারজনের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান।

পুলিশ বলেছে, দুটি মামলাই এখনো তদন্তাধীন, এবং গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী নাশকতা ও অগ্নিসংযোগের রাজনৈতিক উদ্দেশ্য ও পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রাজধানীতে মোবাইল ব্যবসায়ীরা বন্ধ ঘোষণা করায় ক্রেতাদের জন্য দিনের শুরু থেকেই বিভ্রান্তি ও ভিড়ের সৃষ্টি হয়েছে। বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট, মোতালেব প্লাজা, স্টার্ন প্লাজাসহ বিভিন্ন বাজারে ক্রেতারা মোবাইল কিনতে বা সারাতে এসে ফিরতে বাধ্য হচ্ছেন, কারণ দোকানপাট বন্ধ

১৩ ঘণ্টা আগে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শীতকালীন ছুটি নতুন করে পুনঃনির্ধারণ করেছে

১৪ ঘণ্টা আগে

টাঙ্গাইলের সখীপুরে মা–মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতে গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার গ্রামে মানসিক ও শারীরিক চাপ সহ্য করতে না পেরে মা শাহনাজ বেগম (৫৮) নিজের প্রতিবন্ধী মেয়ে সাজেদাকে (২৬) শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা

১৫ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে ৫৩ বিজিবি

১৫ ঘণ্টা আগে