চাঁদাবাজি বন্ধ করে অস্ত্র ক্রয় রোধের আহ্বান খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের

প্রতিনিধি
খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বলেছেন, ভারত ও মিয়ানমার থেকে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ রোধে পাহাড়ে চাঁদা দেওয়া বন্ধ করতে হবে।

চাঁদাবাজদের চিনে ধরার ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেন, দেশের অর্থ দেশে রাখা গুরুত্বপূর্ণ।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ব্যবসায়ী ও ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি পার্বত্য চট্টগ্রামে চলমান চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবসায়ী, ঠিকাদার, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। এই অর্থ দিয়ে তারা ভারত, মিয়ানমার ও আরাকান অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন থেকে অস্ত্র সংগ্রহ করে রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করছে।

তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানে ইউপিডিএফ’র অস্ত্রধারী সন্ত্রাসীরা আগের মতো সক্রিয় থাকতে পারছে না। জেলার প্রধান সন্ত্রাসী ঘাঁটি পানছড়ির লৌংগা যুবনেশ্বর পাড়া ধ্বংস করা হয়েছে। সন্ত্রাসীরা এখন পালিয়ে বা সিভিল ড্রেসে চলাফেরা করছে।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

কমান্ডার আরও বলেন, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো চাঁদাবাজি ও আধিপত্যের রাজনীতির মাধ্যমে পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে এবং পার্বত্য ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভাজন ও বিদ্বেষ তৈরি করছে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “আজ থেকেই চাঁদা দেওয়া বন্ধ করুন। কেউ চাঁদা চাইলে বলুন সেনাবাহিনী নিষেধ করেছে। যেকোনো সমস্যায় আমাদের জানাবেন, আমরা আপনাদের ও আপনার ব্যবসাকে সুরক্ষা দেব।”

তিনি সতর্ক করেছেন, চাঁদার অর্থই অস্ত্র কেনায় ব্যবহার হচ্ছে, যা পরে ব্যবসায়ী, দেশের এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যবহার হতে পারে। এ ধরনের চাঁদাবাজি পার্বত্য চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করছে।

সভায় পার্বত্য জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর ব্যবসায়ী ও ঠিকাদার উপস্থিত ছিলেন।

এই উদ্যোগকে স্বাগত জানান এবং পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি প্রতিরোধে সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রাজধানীতে মোবাইল ব্যবসায়ীরা বন্ধ ঘোষণা করায় ক্রেতাদের জন্য দিনের শুরু থেকেই বিভ্রান্তি ও ভিড়ের সৃষ্টি হয়েছে। বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট, মোতালেব প্লাজা, স্টার্ন প্লাজাসহ বিভিন্ন বাজারে ক্রেতারা মোবাইল কিনতে বা সারাতে এসে ফিরতে বাধ্য হচ্ছেন, কারণ দোকানপাট বন্ধ

১৪ ঘণ্টা আগে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শীতকালীন ছুটি নতুন করে পুনঃনির্ধারণ করেছে

১৫ ঘণ্টা আগে

টাঙ্গাইলের সখীপুরে মা–মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতে গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার গ্রামে মানসিক ও শারীরিক চাপ সহ্য করতে না পেরে মা শাহনাজ বেগম (৫৮) নিজের প্রতিবন্ধী মেয়ে সাজেদাকে (২৬) শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা

১৬ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে ৫৩ বিজিবি

১৬ ঘণ্টা আগে