সিলেট
সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে দিয়ে বিক্ষোভ করছে স্থানীয় পাথর শ্রমিকরা। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয়দের বিক্ষোভ ও বাধার সম্মুখীন হয়েছেন তারা। এই দুই উপদেষ্টা হলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (১৪ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে জাফলং বাজার এলাকায় স্থানীয় কিছু পাথর উত্তোলনকারী সিন্ডিকেটের সদস্য ও শ্রমিকরা উত্তেজিত হয়ে উপদেষ্টাদের রাস্তা আটকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন।
এসব বিক্ষোভকারীদের কয়েকজন রাস্তায় শুয়ে পড়লে পরিস্থিতি আরও বিরূপ আকার ধারণ করে। এতে জাফলং পরিদর্শন শেষে যাবার পথে বাধাগ্রস্ত হয় উপদেষ্টাদের গাড়িবহর।
জাফলংসহ সিলেটের সব পাথর কোয়ারির ইজারা প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদেরকে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে। সাড়ে ১২টা নাগাদ উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্টহাউজে পৌঁছেছেন।
এর আগে জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সিলেটের নান্দনিক আবেদন, আছে নৈসর্গিক আবেদন আছে। এইরকম জায়গাগুলোতে আমরা আর পাথর উত্তোলনের জন্য ইজারা দেব না। অবৈধভাবে যে পাথর উত্তোলন হচ্ছে এটা বন্ধের ব্যাপারে জ্বালানি উপদেষ্টা বলবেন। এই জায়গাটা বিশেষ করে পরিবেশগত সংকটাপন্ন এলাকা।’
তিনি আরও বলেন, ‘আমরা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। এখানে ইকোফেন্ডলি ট্যুরিজম তারা করতে পারে। যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের বিকল্প কর্মসংস্থান হয়। আমরা আজকে দেখে গেলাম হয়তো আমরা আবার আসব। এটাকে নিয়ে একটি মহাপরিকল্পনা করে ওইটা চূড়ান্ত করতে চাই।’
সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে দিয়ে বিক্ষোভ করছে স্থানীয় পাথর শ্রমিকরা। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয়দের বিক্ষোভ ও বাধার সম্মুখীন হয়েছেন তারা। এই দুই উপদেষ্টা হলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (১৪ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে জাফলং বাজার এলাকায় স্থানীয় কিছু পাথর উত্তোলনকারী সিন্ডিকেটের সদস্য ও শ্রমিকরা উত্তেজিত হয়ে উপদেষ্টাদের রাস্তা আটকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন।
এসব বিক্ষোভকারীদের কয়েকজন রাস্তায় শুয়ে পড়লে পরিস্থিতি আরও বিরূপ আকার ধারণ করে। এতে জাফলং পরিদর্শন শেষে যাবার পথে বাধাগ্রস্ত হয় উপদেষ্টাদের গাড়িবহর।
জাফলংসহ সিলেটের সব পাথর কোয়ারির ইজারা প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদেরকে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে। সাড়ে ১২টা নাগাদ উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্টহাউজে পৌঁছেছেন।
এর আগে জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সিলেটের নান্দনিক আবেদন, আছে নৈসর্গিক আবেদন আছে। এইরকম জায়গাগুলোতে আমরা আর পাথর উত্তোলনের জন্য ইজারা দেব না। অবৈধভাবে যে পাথর উত্তোলন হচ্ছে এটা বন্ধের ব্যাপারে জ্বালানি উপদেষ্টা বলবেন। এই জায়গাটা বিশেষ করে পরিবেশগত সংকটাপন্ন এলাকা।’
তিনি আরও বলেন, ‘আমরা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। এখানে ইকোফেন্ডলি ট্যুরিজম তারা করতে পারে। যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের বিকল্প কর্মসংস্থান হয়। আমরা আজকে দেখে গেলাম হয়তো আমরা আবার আসব। এটাকে নিয়ে একটি মহাপরিকল্পনা করে ওইটা চূড়ান্ত করতে চাই।’
বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় একটি ব্রিজ ভেঙে খালের মধ্যে পরে গেছে। এতে কয়েকটি গ্রামের মানুষের চলাচল গত দুইদিন ধরে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বরিশাল শহরের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগেঅভিযোগ করে প্রতিকার না পেয়ে তারা ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে কৃষকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ করা হয়। এতে চারজন কৃষক আহত হন
১ দিন আগেঘোষণা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। দাবি আদায় না হলে রোববার ভোর ৬ টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে
১ দিন আগেদুর্নীতিকে না বলতে হবে সব পর্যায় থেকে। শিক্ষা জীবন থেকে এর চর্চা শুরু করতে হবে। শিক্ষা জীবনে যদি একজন শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধের চেতনা ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যতে কখনো সে দুর্নীতিতে জড়াবে না
১ দিন আগেবালুভর্তি বাল্কহেডের ধাক্কায় একটি ব্রিজ ভেঙে খালের মধ্যে পরে গেছে। এতে কয়েকটি গ্রামের মানুষের চলাচল গত দুইদিন ধরে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বরিশাল শহরের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অভিযোগ করে প্রতিকার না পেয়ে তারা ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে কৃষকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ করা হয়। এতে চারজন কৃষক আহত হন
ঘোষণা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। দাবি আদায় না হলে রোববার ভোর ৬ টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে
দুর্নীতিকে না বলতে হবে সব পর্যায় থেকে। শিক্ষা জীবন থেকে এর চর্চা শুরু করতে হবে। শিক্ষা জীবনে যদি একজন শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধের চেতনা ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যতে কখনো সে দুর্নীতিতে জড়াবে না