ড্রেনে পড়ে কৃষকের মৃত্যু, উদ্ধার হলো মরদেহ

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে ড্রেনে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌর শহরের হাসপাতাল রোডে সাবরেজিস্ট্রার কার্যালয়ের পাশের একটি কালভার্টের নিচে ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম সজিব প্রধান, ওরফে সমেজ উদ্দিন (৬০)। তিনি ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের দেলিরপাড় গ্রামের বাসিন্দা। পেশায় কৃষক সমেজ উদ্দিন এক ছেলে ও তিন মেয়ের জনক।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, নিহত সমেজ উদ্দিন দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। চলাফেরায় তিনি ছিলেন দুর্বল। প্রতিদিনের মতো আজও তিনি সাবরেজিস্ট্রার কার্যালয়ের পাশে একটি ফিজিওথেরাপি সেন্টারে থেরাপি নিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় কোনো এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে পাশের ড্রেনে পড়ে যান।

পরে পথচারীরা ড্রেনে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, থেরাপি শেষে বাড়ি ফেরার পথে হাঁটতে গিয়ে ড্রেনে পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

স্থানীয়রা জানান, সমেজ উদ্দিন একজন নিরীহ ও পরিশ্রমী মানুষ ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি তিনি কৃষিকাজেও নিয়মিত যেতে পারতেন না।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন