হাসাননগরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি
ভোলা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মাদক ব্যাবসা ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নবাসী প্রতিবাদ করায় সন্ত্রাসীরা প্রতিবাদকারীদের কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে।

আহতরা যুবদলের দুই কর্মী বলে জানা যায়।

এদিকে এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে ক্ষুব্ধ ইউনিয়বাসী কাজীরহাট( মির্জাকালু) উত্তর মাথা বাজার সড়কের ওপর রবিবার দুপুর ১২ টায় ঘন্টাব্যাপী এক মানববন্ধন করেন। পরে মানববন্ধন শেষে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

এর আগে ভোলার হাসান নগর ইউনিয়ন সামাজিক উন্নয়ন পরিষদের আহবানে রোববার বেলা ১২টায় হাসান নগরের সর্বদলীয় জনতার উপস্থিতিতে এ মানববন্ধন শুরু হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন , স্থানীয় মসজিদের ইমাম হাসান নগর ইউনিয়ন সামাজিক উন্নয়ন পরিষদের আহবায়ক মুফতি ফরিদউদ্দিন, ইসলামী আন্দোলনের নেতা আব্বাসউদ্দিন প্রমূখ।

স্থানীয়রা জানান, গত ১৫ এপ্রিল রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কাজীরহাট বাজারের দক্ষিণ-পূর্ব মাথায় সন্ত্রাসীরা ইউনিয়ন যুবদল কর্মী শিব্বির আল খন্দকার(৩৫) ও মমিন আল খন্দকারকে (৪০)কুপিয়ে-পিটিয়ে জখম করে। পরে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করা হলে পুলিশ মামলার প্রধান আসামী মো. জামাল ভুইয়াকে গ্রেফতার করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন