সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশী শিক্ষার্থীদের নজরকাড়া উপস্থিতি

প্রতিনিধি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

চীনের চিয়াংসি ইউনিভার্সিটি অব ফাইনান্স অ্যান্ড ইকোনমিক্সে অনুষ্ঠিত হয়েছে নবম সাংস্কৃতিক উৎসব। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়, যেখানে তারা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাকে র‌্যাম্পে হাঁটেন। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, উইঘুর ও তিব্বতীয় শিক্ষার্থীরা পরিবেশন করেন নৃত্য।

মাস্টার্সে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মাদ সাইফুল ইসলাম একটি বাংলা গান পরিবেশন করেন। দিনব্যাপী আয়োজনে চীন, বাংলাদেশ, মরক্কো, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিয়েরা লিওন, তানজানিয়া এবং আরও কয়েকটি দেশের শিক্ষার্থীরা অংশ নেন। চীনা শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের তিব্বতীয়, উইঘুরসহ বিভিন্ন প্রাদেশিক সাংস্কৃতিক ঐতিহ্য।

বাংলাদেশি স্টলে প্রদর্শিত হয় দেশের ঐতিহ্যবাহী স্থান ও জনপ্রিয় খাবার—বিরিয়ানি, ছোলাবুট, পিয়াজু, বেগুনি, আলুর চপ ও পায়েস।

শুধু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নয়, নানচাং শহরের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও তাদের পরিবারও অনুষ্ঠানে যোগ দেন। সব মিলিয়ে এটি বাংলাদেশিদের জন্য একদিনের প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।

উৎসবে যোগ দিতে সাংহাই থেকে শিক্ষার্থী ইমন তালুকদার এবং উহান থেকে ইমতিয়াজ আহমেদ জনি আসেন। তারা বলেন, বিদেশের মাটিতে এমন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া এবং বাংলাদেশকে মর্যাদার সঙ্গে উপস্থাপন করতে পারা অত্যন্ত গর্বের।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবারও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৪৮ জন শিক্ষার্থী। রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হলে এ সাফল্যের তথ্য নিশ্চিত হয়। উত্তীর্ণদের মধ্যে ১২ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী রয়েছেন। কলেজ কর্তৃপক্ষের ধারণা, যোগাযো

৪ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরে রবিবার (১৪ ডিসেম্বর) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটির মূল আয়োজন করেন উপজেলা প্রশাসন।

১৯ ঘণ্টা আগে

রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে নগরীর সাহেব বাজার, কাজলা, বন্ধগেট, লক্ষীপুরসহ বিভিন্ন এলাকায় অননুমোদিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ এবং ফুট

২০ ঘণ্টা আগে

সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় শহরের যানজট নিরসন, বাস টার্মিনাল বাইপাস এলাকায় স্থানান্তর এবং অবৈধ ইজিবাইক ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

২১ ঘণ্টা আগে