নাফ নদ থেকে চার জেলেকে অপহরণ আরাকান আর্মির

প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদের মোহনা থেকে মাছ ধরার সময় ট্রলারসহ চার জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন মোহনায় এ ঘটনা ঘটে। কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব জানান, প্রতিদিনের মতো সকালে জেলে মো. হাছান তার মালিকানাধীন ট্রলার নিয়ে তিন সহযোগীসহ মাছ ধরতে যান। এ সময় মিয়ানমার দিক থেকে স্পিডবোটে আসা কয়েকজন অস্ত্রের মুখে তাদের ট্রলারটি ঘিরে ফেলে এবং চার জেলেসহ ট্রলারটি মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যায়।

অপহৃতরা হলেন উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাছান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬) এবং মো. হাসান (১৬)।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোস্টগার্ড বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্টদের জানিয়েছে। অপহৃতদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে এবং নাফ নদে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা সারতাজ বিন সোহরাব।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের মাধ্যমে অপহরণের বিষয়টি তিনি জানতে পেরেছেন। বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার অভিযানে কাজ করছে। তিনি আরও জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে সীমান্তের ওপারের অধিকাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে, তাই ধারণা করা হচ্ছে অপহরণের পেছনে তারাই জড়িত।

এ বিষয়ে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমানসহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ অনুষ্ঠান শেষে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে

৫ মিনিট আগে

সততা ও দক্ষতার সাথে কাজ করে বেশ সুনাম অর্জন করেছেন। তার হাত দিয়ে এলাকার অনেক উন্নয়ন মুলক কাজ সম্পন্ন হয়েছে

১৯ মিনিট আগে

অনুষ্ঠানের শুরুতে জুলাই গন অভ্যুত্থানে সকল শহীদ এবং মাইলস্টোন ‌ দুর্ঘটনার সকল শহীদদের ‌ স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়

৩০ মিনিট আগে

কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে কলমে পাঠদান পরিচালনার জন্য ৭০০ শয্যা বিশিষ্ট হাসপাতালও রয়েছে। সিবিএমসি দেশের মানচিত্রে একটি উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে আলো প্রজ্জ্বলিত করছে

৪০ মিনিট আগে