কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, যুবক নিহত

প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ১৫
Thumbnail image
ফাইল ছবি

কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে গুলিতে শিহাব কবির নাহিদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সমিতিপাড়ার বাসিন্দা এবং কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমিনা বেগম ও নাসির উদ্দিনের ছেলে। আজ সোমবার বেলা ১১টার দিকে ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে বিমানবাহিনীর সদস্যদের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তা সহিংস রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গোলাগুলির ঘটনা ঘটে। এতে শিহাব কবির নাহিদ গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের সময় ছোড়া একটি গুলি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আঘাত হানলে সেটি ফেটে যায় এবং তেল ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এদিকে, শিহাব কবির নাহিদের মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা: আইএসপিআর

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কক্সবাজারের বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালায়।

আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলার পর বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটি দেশের আকাশ ও সমুদ্রসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

খুলনা জেলার বটিয়াঘাটায় জুয়া চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। গত ০২ মে দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বটিয়াঘাটা থানাধীন হাটবাটী গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

১৪ ঘণ্টা আগে

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে মারপিটের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মোবারক হোসেন নোমানের ছাত্রত্ব ও সনদ সাময়িক স্থগিত করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

খুলনা জেলার দাকোপে তরুণীকে ধর্ষনের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে দাকোপ থানা পুলিশ। শনিবার দাকোপ থানাধীন তিলডাঙ্গা এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

১৪ ঘণ্টা আগে

‘জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল- জেটিআই’ বাংলাদেশ লিমিটেডের ওয়্যারহাউজে শ্রমিকদের প্রবেশে বাধা দিয়েছেন বিএনপির নেতা আতাউর রহমান আতার অনুসারীরা। ট্রান্সপোর্ট ব্যবসা এবং আউটসোর্সিং কর্মী নিয়োগের ঠিকাদারির নিয়ন্ত্রণ নিতে শ্রমিকদের প্রতিষ্ঠানে ঢুকতে বাধা দেওয়া হয়।

১৪ ঘণ্টা আগে