আনাছুল হক
কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে গুলিতে শিহাব কবির নাহিদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সমিতিপাড়ার বাসিন্দা এবং কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমিনা বেগম ও নাসির উদ্দিনের ছেলে। আজ সোমবার বেলা ১১টার দিকে ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে বিমানবাহিনীর সদস্যদের বাগ্বিতণ্ডার একপর্যায়ে তা সহিংস রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গোলাগুলির ঘটনা ঘটে। এতে শিহাব কবির নাহিদ গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের সময় ছোড়া একটি গুলি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আঘাত হানলে সেটি ফেটে যায় এবং তেল ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এদিকে, শিহাব কবির নাহিদের মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।
কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা: আইএসপিআর
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কক্সবাজারের বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালায়।
আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলার পর বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটি দেশের আকাশ ও সমুদ্রসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে গুলিতে শিহাব কবির নাহিদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সমিতিপাড়ার বাসিন্দা এবং কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমিনা বেগম ও নাসির উদ্দিনের ছেলে। আজ সোমবার বেলা ১১টার দিকে ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে বিমানবাহিনীর সদস্যদের বাগ্বিতণ্ডার একপর্যায়ে তা সহিংস রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গোলাগুলির ঘটনা ঘটে। এতে শিহাব কবির নাহিদ গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের সময় ছোড়া একটি গুলি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আঘাত হানলে সেটি ফেটে যায় এবং তেল ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এদিকে, শিহাব কবির নাহিদের মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।
কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা: আইএসপিআর
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কক্সবাজারের বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালায়।
আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলার পর বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটি দেশের আকাশ ও সমুদ্রসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
জামালপুর জেলা বেসরকারী ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন সম্পন্ন। এতে সভাপতি বাপ্পী ও সাধারন সম্পাদক সোহেল ও সাংগঠনিক সম্পাদক পদে রেজা নির্বাচিত হয়েছেন।
৬ ঘণ্টা আগেএ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে
৯ ঘণ্টা আগেসমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলো থেকে জারি করা সব সতর্ক সংকেত প্রত্যাহার করে নিতে বলা হয়েছে
১০ ঘণ্টা আগেঅনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৭৪ জন কৃতি শিক্ষার্থী ও ৪৮ তম বিসিএস পরীক্ষায় মেডিকেল অফিসার হিসেবে সুপারিশকৃত ৮ জনকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে গোলাপ ফুল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা
১০ ঘণ্টা আগেজামালপুর জেলা বেসরকারী ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন সম্পন্ন। এতে সভাপতি বাপ্পী ও সাধারন সম্পাদক সোহেল ও সাংগঠনিক সম্পাদক পদে রেজা নির্বাচিত হয়েছেন।
এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে
সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলো থেকে জারি করা সব সতর্ক সংকেত প্রত্যাহার করে নিতে বলা হয়েছে
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৭৪ জন কৃতি শিক্ষার্থী ও ৪৮ তম বিসিএস পরীক্ষায় মেডিকেল অফিসার হিসেবে সুপারিশকৃত ৮ জনকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে গোলাপ ফুল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা