নিহত শিহাবের স্ত্রীর আর্তনাদ, সন্তানকে কী জবাব দেব

ইটপাটকেলের বিপরীতে গুলি!

প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ০৪
Thumbnail image
নিহত নাহিদের স্ত্রীর আহাজারি হাসপাতাল মর্গের সামনে

শিহাব কবির নাহিদের স্ত্রী হাসপাতালের মর্গের সামনে আহাজারি করতে করতে বলেন, ‘আমার তিন বছরের ছেলেকে আমি কী জবাব দেব? আল্লাহ, তুমি আমাকেও নিয়ে যাও! আমি এখন ছেলে নিয়ে কোথায় যাব? আমার ছেলে তো কিছুই বোঝে না। তাকে কীভাবে বোঝাব বাবা নেই।’

তিনি সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা নিউজ করে কী করবেন? সন্ত্রাস কমাতে পেরেছেন? আমাদের মেয়েদের নিরাপত্তা দিতে পেরেছেন?’

কক্সবাজারে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটির কাছে সংঘর্ষের সময় শিহাব কবির নাহিদ (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ চিকিৎসাধীন আছেন আরও তিনজন।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার বিমানঘাঁটি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

অন্যদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় জানিয়েছে, বিমানবাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আইএসপিআর হতাহতের বিষয়ে কোনো তথ্য না দিলেও কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন নিশ্চিত করেছেন, এ ঘটনায় একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহত শিহাব কবির নাহিদ পেশায় ব্যবসায়ী ছিলেন। তিনি সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে।

শিহাবের মা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমেনা খাতুন হাসপাতালে আহাজারি করতে করতে বলেন, বিমানবাহিনী আমার ছেলের মাথায় গুলি করেছে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে উচ্ছেদ বন্ধের বিষয়ে আলোচনা করতে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের কাছে যাচ্ছিলেন কয়েকজন। বিমানবাহিনীর চেকপোস্টের কাছে পৌঁছালে এক ব্যক্তিকে আটক করে বিমানবাহিনী। পরে তাকে ছাড়িয়ে নিতে গেলে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ বাধে এবং একপর্যায়ে গুলি চলে বলে অভিযোগ। গুলিতে শিহাব নিহত হন বলে দাবি স্থানীয়দের।

অন্যদিকে আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ‘শিহাব বিমানবাহিনীর গুলিতে নিহত হননি। ঘটনাস্থলে ফাঁকা গুলি ছোড়া হয়েছে, যা প্রাণঘাতী নয়।’

শিহাব কবির নাহিদের জানাজা রাত ৯টায় কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে বন্ধুবান্ধব ও বিক্ষুব্ধ জনতা মশাল মিছিল এবং নাহিদ হত্যার বিচার দাবি করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নীলফামারীর কিশোরগঞ্জে রোববার (১৭ আগস্ট) দিবাগত গভীর রাতে গাজাসহ মাদক সম্রামী রুপালী বেগমকে (৩৫) যৌথবাহিনী গ্রেফতার করেছে।

৫ ঘণ্টা আগে

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী লতিফ মিয়া।

৫ ঘণ্টা আগে

মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। মাছের ক্ষতিকর খাবার ব্যবহার বন্ধ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার ওপর জোর দেন

৮ ঘণ্টা আগে

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ অনুষ্ঠান শেষে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে

৮ ঘণ্টা আগে