পেকুয়া থেকে অপহৃত তিনজন পটিয়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

অপহৃতদের জিম্মি করে ইয়াবা দিয়ে ফাঁসানোর ভিডিও ভাইরাল)

প্রতিনিধি
Thumbnail image
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। তারা সবাই একটি রেস্টুরেন্টের কর্মচারী। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাট গ্রামে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অপহরণকারী দলের সক্রিয় এক সদস্য মোহাম্মদ ইলিয়াছ (২৩) গ্রেপ্তার হয়েছে। সে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব বাকখাইন এলাকার মো. আলী ও শামিমা আক্তারের ছেলে।

উদ্ধার হওয়া অপহৃতরা হলেন—পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকার আবদুল্লাহ আল নোমান (২২), মো. রাইমন (২৪) ও রামুর রশিদনগরের মনজুর আলম (২৪)।

পেকুয়া থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল মোবাইল লোকেশন শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে এবং অপহরণকারী দলের এক সদস্যকে গ্রেপ্তার করে।

এর আগে, গত রোববার পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বারাইয়াকাটা রাস্তার মাথা থেকে একটি নোহা গাড়িতে তুলে তিনজনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে নোমানের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হলে অপহরণকারীরা তার ভাইয়ের মোবাইলে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পুলিশ কৌশলে অভিযান চালিয়ে প্রথমে নোমানকে উদ্ধার করে এবং পরে তার স্বীকারোক্তিতে অপর দুইজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পেকুয়া থানায় মামলা (নম্বর ১৫, জিআর নম্বর ৩১/২৫, তারিখ ২৫/০২/২০২৫) দায়ের করা হয়েছে।

উদ্ধার হওয়া যুবকরা জানান, অপহরণকারীরা তাদের নাচ-গানের অভিনয় করাতে বাধ্য করে, নির্যাতন চালায় এবং ইয়াবা হাতে দিয়ে মাদক বিক্রেতা সাজানোর চেষ্টা করে। এসব নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়।

পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, নিখোঁজের অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। মুক্তিপণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার এবং ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর হয়

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

জামালপুর জেলা বেসরকারী ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন সম্পন্ন। এতে সভাপতি বাপ্পী ও সাধারন সম্পাদক সোহেল ও সাংগঠনিক সম্পাদক পদে রেজা নির্বাচিত হয়েছেন।

৬ ঘণ্টা আগে

এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে

৯ ঘণ্টা আগে

সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলো থেকে জারি করা সব সতর্ক সংকেত প্রত্যাহার করে নিতে বলা হয়েছে

১০ ঘণ্টা আগে

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৭৪ জন কৃতি শিক্ষার্থী ও ৪৮ তম বিসিএস পরীক্ষায় মেডিকেল অফিসার হিসেবে সুপারিশকৃত ৮ জনকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে গোলাপ ফুল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা

১০ ঘণ্টা আগে