অবরোধে উত্তপ্ত খাগড়াছড়ি

শহরে সেনাবাহিনীর নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী

Thumbnail image
ছবি : প্রতিনিধি

১৪৪ ধারা জারির প্রায় ৪ ঘণ্টার পর সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্কুল ছাত্র ধর্ষণের অভিযোগে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে সকাল -সন্ধ্যা সড়ক অবরোধকে কেন্দ্র করে খাগড়াছড়িতে সহিংসতা ছড়িয়ে পড়ে। সহিংসতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে। সহিংসতায় অন্তত ২৩ জন আহত হয়। পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আমর্ড পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সকাল থেকে অবরোধের সমর্থনে খাগড়াছড়ির সদরস্থ চেঙ্গী স্কয়ার, জিরো মাইল, স্বনির্ভরসহ বেশ কিছু জায়গায় পিকেটিং করে গাছের গুড়ি ফেলে টায়ার ও গাছের গুড়ি পুড়িয়েছে অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। অবরোধ চলাকালে এম্বুলেন্সসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর হয়।

ছবি : প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

খাগড়াছড়ি বিভিন্ন সড়কে দুপুর দেড়টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি অবনতির দিকে যায়। এসময় খাগড়াছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় অবরোধকারীদের স্থানীয় বাঙালিদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য খাগড়াছড়ি পৌর শহর ও জেলা সদরে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এক বিজ্ঞপ্তিতে আদেশ দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে তাই ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারির আদেশ করা হয়। তবে ১৪৪ ধারা জারি করার পরও দুপুর দুইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দুই পক্ষে খাগড়াছড়ি মহাজন পাড়া এলাকায় পাহাড়ি-বাঙালি মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে সংঘর্ষ শহরে মহাজন পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন হেলমেট ও মুখোশপরা উপজাতীয় যুবককে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। প্রায় চার ঘণ্টা ধরে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার সেল ছুড়তে হয়।

এছাড়া একই কারণে গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আকতার।

ছবি : প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল সন্ধ্যায় বলেন ,‘অবরোধে সময় সকাল থেকে দুপুর পর্যন্ত পরিস্থিতি অনেকটায় স্বাভাবিক ছিল। কিন্তু দুপুরের পর উপজেলা ইউএনও সংলগ্ন এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি হয়। পরে ইট-পাটকেল ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ নিরাপত্তায় যৌথভাবে কাজ করছে। পরে সাউন্ড গ্রেনেড দিয়ে উত্তেজিত দুই পক্ষকে আমরা সরিয়ে দেই। নতুন করে যাতে সহিংসতার ঘটনা না ঘটে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ’

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর উপজেলায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হাসনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের বলেন,‘দুই পক্ষের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মোট ২৩ জন আহত হয়। এদের মধ্যে ২১ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। দুই জন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অবরোধে কারণে স্থানীয়দের পাশাপাশি বিপাকে পরেছে সাজেকগামী পর্যটকেরা। সাজেকের সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ থাকায় আটকা পরেছে প্রায় তিন হাজার পর্যটক। যারা শুক্রবার বেড়াতে গিয়েছিল তারা শনিবার সন্ধ্যা পর্যন্ত সাজেক থেকে খাগড়াছড়ি ফিরতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দীঘিনালায় অবস্থান করছে।

প্রসঙ্গত; গত মঙ্গলবার রাতে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ভিকটিমের পিতা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। পরদিন বুধবার সেনাবাহিনীর সহায়তায় পুলিশ শয়ন শীল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় পলাতক রয়েছে আরো দুই আসামি। দুই আসামিকে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সকালে নিপীড়ন বিরোধী সমাবেশ করে জুম্ম ছাত্র-জনতা। সমাবেশ থেকে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছিল। এর আগে একই দাবিতে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করেছে জুম্ম ছাত্র-জনতা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুর জেলা বেসরকারী ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন সম্পন্ন। এতে সভাপতি বাপ্পী ও সাধারন সম্পাদক সোহেল ও সাংগঠনিক সম্পাদক পদে রেজা নির্বাচিত হয়েছেন।

১৩ ঘণ্টা আগে

এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে

১৬ ঘণ্টা আগে

সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলো থেকে জারি করা সব সতর্ক সংকেত প্রত্যাহার করে নিতে বলা হয়েছে

১৭ ঘণ্টা আগে

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৭৪ জন কৃতি শিক্ষার্থী ও ৪৮ তম বিসিএস পরীক্ষায় মেডিকেল অফিসার হিসেবে সুপারিশকৃত ৮ জনকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে গোলাপ ফুল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা

১৭ ঘণ্টা আগে