সীমানা লঙ্ঘন করে জেলেদের ওপর বিএসএফের হামলা, ছিনিয়ে নেয়া হলো দুটি নৌকা

Thumbnail image

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমানায় প্রবেশ করে একদল নিরীহ জেলের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কালিন্দি নদীর বয়ারসিং সংলগ্ন উলোখালীর চর এলাকায় মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মাছ ধরার সময় জেলেদের মারধর করে তাদের দুটি মাছ ধরার নৌকা ছিনিয়ে নেয় বিএসএফ সদস্যরা। প্রাণ বাঁচাতে জেলেরা ছত্রভঙ্গ হয়ে পশ্চিম সুন্দরবনের মধ্য দিয়ে হেঁটে লোকালয়ের দিকে পালিয়ে আসেন।

হামলার শিকার জেলেরা হলেন শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের রমজান, শাহাজান, ফরেজ গাজীর ছেলে শাহাদাৎ, শাহাজান, আতাউর, সৈয়দ গাজীর ছেলে আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত এবং কৈখালী এলাকার নুর মোহাম্মদ। আহতদের অনেকেই এখনও এলাকা থেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

জেলে শাহাদাৎ হোসেন জানান, পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে নিয়মিত অনুমতিপত্র (পাস) নিয়ে তিনটি নৌকার ১২ জন জেলে চারদিন আগে মাছ ধরতে যান। উলোখালীর চর এলাকায় পাটা জাল ফেলে তারা দুই দিন ধরে মাছ ধরছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভারতীয় বিএসএফের দুটি স্পিডবোট সেখানে এসে জেলেদের ওপর হামলা চালায়।

“হঠাৎ করেই তারা এসে আমাদের বেধড়ক মারধর করে। আমরা ভয় পেয়ে জাল ফেলে বনের দিকে পালিয়ে যাই। পরে দেখি, আমাদের দুটি নৌকা নিয়ে তারা ফিরে গেছে। কিন্তু জালগুলো 그대로 ফেলে রাখা আছে,”—বলেন শাহাদাৎ।

স্থানীয় রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আট জেলের মধ্যে ছয়জন আমাদের ইউনিয়নের বাসিন্দা। বিএসএফ নৌকা নিয়ে তাড়িয়ে দেওয়ায় তারা বনের মধ্য দিয়ে পায়ে হেঁটে নিরাপদ এলাকায় ফিরে আসার চেষ্টা করছেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের জালগুলো উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।”

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, “এখনো আমাদের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা খোঁজ নিচ্ছি, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

বিজিবি কৈখালী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সুবেদার আবু বক্কার বলেন, “একজন জনপ্রতিনিধি বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। যেহেতু ঘটনাস্থল বয়ারসিং এলাকার, ভুক্তভোগীদের সেখানকার রিভারাইন ক্যাম্পে পাঠানো হবে এবং তাদের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা অভিযোগ করছেন, উলোখালীর চরটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নিয়ন্ত্রণাধীন। কিন্তু সম্প্রতি নদী প্রবাহ ও চর সৃষ্টির কারণে বিএসএফ সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এ ঘটনার পর জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, সীমান্ত এলাকায় নিয়ম মেনে মাছ ধরলেও এমন হামলা মেনে নেওয়া যায় না।

স্থানীয় জনপ্রতিনিধিরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, বিএসএফের এ ধরনের আচরণ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সরকারের উচিত কূটনৈতিক পর্যায়ে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানানো এবং সীমান্ত এলাকায় বাংলাদেশি জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষকদের মর্যাদা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

৫ ঘণ্টা আগে

সকালে কালোমেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় প্রকৃতি। বৃষ্টির সঙ্গে সঙ্গে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ে। অল্প সময়ের এই ঝড়ে দুই ইউনিয়নের প্রায় ১২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন

৫ ঘণ্টা আগে

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

৬ ঘণ্টা আগে

শিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব

৬ ঘণ্টা আগে