সকাল থেকে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ঢাকায় বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে দমকা হাওয়া।

আবহাওয়া অফিস জানিয়েছে, দিনভর এ ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ০২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও অন্যান্য অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় এবং বর্ষা দেশের ওপর সক্রিয় হওয়ায় উপকূলে ঝড়ের আশঙ্কা রয়েছে। তাই সকল সমুদ্রবন্দরে বহাল রাখা হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত। এছাড়া মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকেও উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম অঞ্চলে রয়েছে পাহাড় ধসের আশঙ্কাও।

আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আবহাওয়া নিয়ে আরও পড়ুন

প্রতি বছরের ৩০ নভেম্বর সমিতির বার্ষিক নির্বাচন ও নতুন বছরের প্রথম দিন দায়িত্ব গ্রহণের প্রথা আছে। কিন্তু অ্যাডহক কমিটি নানা অজুহাতে ২০২৪ সালে নির্বাচন না দিয়ে সাধারণ সভায় তাদের মেয়াদ ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে নেয়

৮ মিনিট আগে

কারখানার সব কর্মকর্তা, কর্মচারী উক্ত তারিখে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে শৃঙ্খলা, পেশাদারিত্ব সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে কারখানার কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানানো হচ্ছে

১৫ মিনিট আগে

বিজয়ী প্রত্যেককে পুরস্কার হিসেবে বই ও একটি করে সনদপত্র এবং অংশগ্রহণকারী প্রত্যেককে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়

৩৩ মিনিট আগে

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ভোমরা স্থলবন্দরে অগ্নিনির্বাপন ও দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে

১ ঘণ্টা আগে