টানা ভারী বর্ষণ, ৬ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: ফাইল

দেশজুড়ে অব্যাহত রয়েছে টানা ভারি বৃষ্টিপাত। দেশের ৪ বিভাগে আগামী ৩ দিন ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এতে ৬ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

শুক্রবার (২২ আগস্ট) দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ভারি এবং উজানে ভারতের মেঘালয় প্রদেশে অতি ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টা (২২ আগস্ট সকাল ৯টা থেকে ২৫ আগস্ট সকাল ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরি, ফেনী, রহমতখালি খাল নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে গোমতী, সেলোনিয়া নদীর পানি সমতল হ্রাস পেয়েছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখানি খাল নদীর পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে এই সময়ে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় ও তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। এছাড়া তিস্তা নদীর পানি আগামী একদিন নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিপোয়াইন, ঝালুখালি, সোমেশ্বরী, ভুপাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে যাদুকাটা মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। আর এই সময়ে সুরমা, কুশিয়ারা, সারিপোয়াইন, লুবাহুরা, যাদুকাটা, ঝালুখালি, মনু, ধলাই, খোয়াই নদীর পানি সমতল সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

এদিকে ব্ৰহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। এই অবস্থায় ব্ৰহ্মপুত্র নদের পানি সমতল আগামী একদিন হ্রাস পেতে পারে ও পরবর্তী ৪ দিন স্থিতিশীল থাকতে পারে। পাশাপাশি যমুনা নদীর পানি সমতল আগামী ৩ দিন হ্রাস পেতে পারে ও পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে।

অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে, যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোয় স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান আছে, যা সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আবহাওয়া নিয়ে আরও পড়ুন

তিন দিনব্যাপী ক্যাম্পে স্কাউট সদস্যরা বিভিন্ন নেতৃত্বমূলক প্রশিক্ষণ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, সামাজিক দায়িত্ববোধ উন্নয়ন এবং দলগত কর্মশালায় অংশ নেন। এছাড়া ক্যাম্প চলাকালীন আউটডোর গেমস, অ্যাডভেঞ্চার ট্রেনিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্কাউটদের দক্ষতা বৃদ্ধির আয়োজন করা হয়

৪৪ মিনিট আগে

মস্তিষ্কের শতকরা ৯০ ভাগ গঠন হয় গর্ভকালীন ৩ মাস থেকে ২ বছর বয়স পর্যন্ত। আয়োডিনের অভাবে বিকলাঙ্গ সহ নানান জটিল রোগ হয়

১ ঘণ্টা আগে

নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার পাশাপাশি পরিবারের ৭ জন অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন

২ ঘণ্টা আগে

আমরা বাংলাদেশে চরম একটি ক্রান্তিকাল পার করছি। আমরা স্বাধীনতার পর থেকে বৈষম্যের শিকার হচ্ছি। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান এসব জাতিগত বৈষম্যের অবসান ঘটানোর প্রয়োজন

৩ ঘণ্টা আগে