নীলফামারীতে অস্ত্রের মুখে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

প্রতিনিধি
নীলফামারী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে হাত পা বেঁধে ও পরিবারের সদস্যদের গলায় চাপাতি ও অস্ত্র ঠেকিয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ ৮ লাখ টাকা, সোনার গয়না ও বাড়ির মূল্যবান জিনিস লুঠ করে। বুধবার রাত ২টায় কিশোরগঞ্জ সদর ইউপির মুশা বটতলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মুরগী ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে এ ডাকাতি হয়।

পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বুধবার গভীর রাতে মুরগী ব্যবসায়ী সিদ্দিকের বাড়িতে ডাকাতরা হানা দেয়। ডাকাতরা রাত ২টার দিকে পাঁচজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির প্রাচীর টপকে ভিতরে ঢুকে সবাইকে জিম্মি করে। ব্যবসায়ী সিদ্দিকের হাত পা বেঁধে ও পরিবারের সদস্যদের গলায় চাপাতি ও ধারালো অস্ত্র ঠেকিয়ে ঘরের আসবাবপত্র কাপড়চোপড় তছনছ করে নগদ ৮ লাখ টাকা, চারটি গলার হারসহ ৮ ভরি সোনা, দুইটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারের সদস্যদের চিৎকারে লোকজন ছুটে এসে ডাকাতদের লুট করা ও ঘরের আসবাবপত্র তছনছ করার দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে।

ব্যবসায়ী সিদ্দিক জানান, আমার মাকে ভয় দেখিয়ে ডাকাতরা হঠাৎ আমাদের সকলকে জিম্মি করে। তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। একজনের মুখে মাস্ক ও লুঙ্গি পরা আর বাকি চারজনের পরনে ছিল থ্রি কোয়ার্টার প্যান্ট খালি গা। হাতে ছিল চাপাতি, লাঠি ও অন্যান্য অস্ত্র। প্রথমে আমাকে বেঁধে রাখে এবং মারপিট করে। পরে তারা আমার স্ত্রী গলায় চাপাতি ঠেকিয়ে নগদ অর্থ ও সোনা বের করে নেয়। পরিবারের অন্য সদস্যদের গলায় চাপাতি ঠেকিয়ে রাখে।

ওই ব্যবসায়ীর বড় ভাই লাল মিয়া জানান, আমি কিশোরগঞ্জে থাকি। রাত সাড়ে তিনটার দিকে আমাকে ফোন দিয়ে জানানো হয় বাড়িতে ডাকাতি হয়েছে। আমি থানায় অবগত করে সেখানে ছুটে গিয়ে দেখি আমার ভাইয়ের ঘর তছনছ অবস্থায়। ডাকাতরা অর্থ ও স্বণ নিয়ে দ্রুত সরে যায়।

‎ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, গভীর রাতে একজনের মুখে মাস্ক, অন্যান্যরা খালি গায়ে অস্ত্র শস্ত্রসহ তার মাকে দরজা খুলে দিতে বলে। না হলে তার ছেলেকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় ডাকাতরা। তার মা দরজা খুলে দিলে ডাকাতরা অস্ত্র অস্ত্রে গোটা বাড়ির লোকজনকে জিম্মি করে ডাকাতি করে ৮ ভরি সোনা ও ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, আমরা খবর পাওয়া মাত্রই সেখানে গিয়েছি। টাকা ও মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুষ্কৃতিকারীরা যেহেতু সাথে মোবাইল নিয়ে গেছে, কাজেই এটি ডাকাতির ঘটনা নাও হতে পারে। চোরেরা সাধারণত মোবাইল চুরি করে। তদন্তে সব জানা যাবে।

‎ ‎

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সারাদেশ নিয়ে আরও পড়ুন

পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় দুই লক্ষ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়

১২ ঘণ্টা আগে

রোববার (১৭ আগস্ট ) রাত আনুমানিক ৯ টায় নরসিংদী জেলা ডিবি পুলিশ রায়পুরা থানার শীর্ষ সন্ত্রাসী তৈয়বকে গ্রেফতার করে

১৩ ঘণ্টা আগে

তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে স্বর্ণ নিয়ে আসে। এছাড়া দীর্ঘদিন ধরে তারা বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছে

১৪ ঘণ্টা আগে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে