মুন্সীগঞ্জে পিস্তল, গুলি ও মাদকসহ গ্রেফতার ৩

প্রতিনিধি
মুন্সীগঞ্জ
Thumbnail image
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আলআমিন বাজার এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ১৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে র্যাব-১০ এর একটি বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: মো. জাহাঙ্গীর হোসেন ওরফে আলআমিন, মো. দোলোয়ার হোসেন (দেলু) এবং শওকত আকবর।

র‍্যাব-১০ এর শ্রীনগর ক্যাম্প (সিপিসি-২)-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব একটি অভিযান চালায়। মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়- ২টি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ১৫০ বোতল ফেনসিডিল, দেশি মদ এবং নগদ ৩৩ হাজার টাকা।

এছাড়াও, তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আলআমিন ও দোলোয়ারের বাড়ি লৌহজং উপজেলার মাওয়া পুরাতন ঘাট এলাকায় এবং শওকতের বাড়ি শ্রীনগরের মাখডাল এলাকায়। তারা পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। কয়েকদিন ধরে তারা শ্রীনগরসহ আশপাশের এলাকায় সন্ত্রাস ও মাদকের সিন্ডিকেট গড়ে তুলে তৎপরতা চালাচ্ছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং বিকেলে তাদের শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

আটক রুবেল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল

১ দিন আগে

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় এ এস এম হায়াত উদ্দিন (৪২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের হাড়িখালি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত হায়াত উদ্দিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন।

২ দিন আগে

প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছে

৩ দিন আগে

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে গোপনে খবর পেয়ে শেরপুরের কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সোয়েব হত্যা মামলার প্রধান আসামি জামিলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন

৪ দিন আগে