নীলফামারীতে অধ্যক্ষ সহ আ.লীগ ১২ নেতাকর্মী গ্রেফতার

প্রতিনিধি
নীলফামারী
Thumbnail image
প্রতীকী ছবি

নীলফামারী জেলায় একজন অধ্যক্ষ সহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ১২জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ৩ জন ও বুধবার রাতে ৯ জনসহ ১২ জনকে গ্রেফতার করা হয়। এরা হলেন নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর ইসলাম জীবন(২২), ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের মৎস্যজীবীলীগের সভাপতি রকি ইসলাম(৩৬), জলঢাকা উপজেলার শৈলমারী ইউনিয়নের তাঁতীলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম(৩৬), নীলফামারী জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু হাসান(৪১), সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক পারভেজ মাহমুদ কনক(৫২), ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রশিদুল ইসলাম(৪০), একই উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রদীপ চন্দ্র রায়(৫০), ডোমার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগের সদস্য মোহাম্মদ ইসতিক(৩৭), জলঢাকা উপজেলার মৎস্যজীবীলীগের আহবায়াক এনায়েত হোসেন মুরাদ(৫৫), ডিমলা উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল(২৫), কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ময়দানপাড়া গ্রামের আওয়ামীলীগ সমর্থক ও বড়ভিটা কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন বসুনিয়া(৫২) এবং একই উপজেলার নিতাই ইউনিয়ন ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের আওয়ামীলীগ সমর্থক পিয়ারুল ইসলাম (৩০)।

নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। এসব মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলাকারাগারে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে মানসিক ভারসাম্যহীন এক ২০ বছর বয়সী নারী ধর্ষণের শিকার হয়েছেন

৩ ঘণ্টা আগে

খুলনার লবণচরা দরবেশ মোল্লা গলিতে সংঘটিত নৃশংস ট্রিপল মার্ডার রহস্যের পরিধি বাড়ছে। শিশু মোস্তাকিম (৮), ফাতিহা (৬) ও তাদের নানি মহিতুন্নেছা বেগমকে হত্যা করার ঘটনায় এখনও কোনো নিশ্চিত আসামি শনাক্ত হয়নি, তবে সন্দেহের তালিকায় বাদ যাচ্ছে না নিহত শিশুদের পরিবারের সদস্যরাও

৪ ঘণ্টা আগে

নরসিংদীর বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে তিনটি পাম্পের পাঁচটি ইউনিট বন্ধ করে দিয়েছ বিএসটিআই। সংস্থাটির আঞ্চলিক কার্যালয় নরসিংদীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: কামরুল পলাশের নেতৃত্বে এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: আরিফ হোসেন আসিফ ও কাজী শাখাওয়াত হোসেন এ অভিযান পরিচালনা করেন।

১ দিন আগে