শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

প্রতিনিধি
মানিকগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ উল্লাহ্ (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত মোহাম্মদ উল্লাহ্ দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের বাসিন্দা। তিনি শিবালয়ের নয়াকান্দি জামিয়া ইসলামিয়া উলুম মাদ্রাসার শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং সেখানেই অবস্থান করে পড়াশোনা করছিল। রোববার (২৪ আগস্ট) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষক মোহাম্মদ উল্লাহ্ তাকে ডেকে নিজের কক্ষে নিয়ে যায়। পরে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পায়ুপথে ধর্ষণ করে এবং কাউকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। সেই সঙ্গে খুন করার ভয়ও দেখায়।

সোমবার ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে বাড়িতে চলে আসলে তার মাকে সব জানায়।

শিশুর বাবা বিষয়টি জানার পরে মাদ্রারায় গিয়ে শিক্ষককে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে গ্রেফতার করে। পরে শিশু পিতা থানায় লিখিত অভিযোগ জানায়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, “ভুক্তভোগীর পরিবার মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে আমাদের খবর দেয়। পরে আমরা তাকে থানায় নিয়ে আসি। শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

এর আগে শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর এলাকার আরশীনগরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। রাতেই নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন

৮ মিনিট আগে

আটক রুবেল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল

১ দিন আগে

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় এ এস এম হায়াত উদ্দিন (৪২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের হাড়িখালি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত হায়াত উদ্দিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন।

২ দিন আগে

প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছে

৩ দিন আগে