আসামি ধরতে গিয়ে হেনস্তার শিকার তিন পুলিশ

প্রতিনিধি
মানিকগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হেনস্তার শিকার হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা গ্রামে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তিনজন পুলিশ সদস্যকে উদ্ধার করে এবং আসামি সামছুল হক (৭৫) ও তার ছেলে আমিরুল হককে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ধামরাই থানার একটি সিআর মামলার আসামি সামছুল হককে গ্রেফতারের জন্য সাটুরিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম, কুতুব উদ্দিন ও হাফিজুর রহমান গর্জনা গ্রামে তার বাড়িতে যান।

এসময় ওয়ারেন্টের কথা জানালে সামছুল হক জামিনের কাগজ দেখানোর কথা বলে পুলিশ সদস্যদের বসতঘরে নিয়ে দরজা আটকে দেন। এরপর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের দিয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধরের চেষ্টা চালানো হয়।

খবর পেয়ে সাটুরিয়া থানায় দায়িত্বরত কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে পুলিশ সদস্যদের উদ্ধার করে সামছুল হক ও তার ছেলে আমিরুল হককে গ্রেফতার করা হয়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, “ধামরাই থানার একটি মামলার ওয়ারেন্ট তামিল করতে পুলিশ গেলে আসামি ও তার লোকজন পুলিশ সদস্যদের ঘরে আটকে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় এএসআই হাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতার হওয়া আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে মানসিক ভারসাম্যহীন এক ২০ বছর বয়সী নারী ধর্ষণের শিকার হয়েছেন

৭ ঘণ্টা আগে

খুলনার লবণচরা দরবেশ মোল্লা গলিতে সংঘটিত নৃশংস ট্রিপল মার্ডার রহস্যের পরিধি বাড়ছে। শিশু মোস্তাকিম (৮), ফাতিহা (৬) ও তাদের নানি মহিতুন্নেছা বেগমকে হত্যা করার ঘটনায় এখনও কোনো নিশ্চিত আসামি শনাক্ত হয়নি, তবে সন্দেহের তালিকায় বাদ যাচ্ছে না নিহত শিশুদের পরিবারের সদস্যরাও

৯ ঘণ্টা আগে

নরসিংদীর বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে তিনটি পাম্পের পাঁচটি ইউনিট বন্ধ করে দিয়েছ বিএসটিআই। সংস্থাটির আঞ্চলিক কার্যালয় নরসিংদীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: কামরুল পলাশের নেতৃত্বে এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: আরিফ হোসেন আসিফ ও কাজী শাখাওয়াত হোসেন এ অভিযান পরিচালনা করেন।

১ দিন আগে