কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৫

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি করে পালানোর সময় ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, র‍্যাবের জ্যাকেট, ওয়াকিটকি, হাতকড়া, ইলেকট্রিক শক যন্ত্রসহ নানা সরঞ্জাম উদ্ধার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. রুবেল (৫০), আরিফ হোসেন (৩৫), শরিফুল ইসলাম (৪২), উৎপল দেবনাথ (৩৮) ও দুলু মিয়া (৩৯)।

বুধবার (৭ মে) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে র‍্যাবের কালো জ্যাকেট পরিহিত একদল ডাকাত একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাসযোগে কেরানীগঞ্জের রোহিতপুর তুলসিখালী সেতু এলাকার পূর্ব প্রান্তে নবাবগঞ্জগামী নবকলী পরিবহনের একটি বাসের গতিরোধ করে। এ সময় ডাকাতরা সুমন সরকার (৪০) ও অন্তর পাল ওরফে পার্থ (২৩) নামের বাসের দুই যাত্রীকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে ফেলে। এ দৃশ্য দেখে বাসে থাকে আরেক যাত্রী তার ব্যাগ ভর্তি টাকা নিয়ে পাশের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। এসময় ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে অন্য যাত্রীদের এলোপাতাড়ি মারধর করে তাদের কাছে থাকা নগদ ছয় হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে ডাকাতরা বাস থেকে নেমে মাইক্রোবাসযোগে ঢাকার দিকে রওনা দেয়। পরে খবর পেয়ে তৎক্ষণাৎ কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলুর নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কের রোহিতপুর রামেরকান্দা তিনরাস্তার মোড় বোডিং এলাকায় একটি তল্লাশিচৌকি স্থাপন করে। একপর্যায়ে ডাকাতদের মাইক্রোবাসটি তল্লাশিচৌকির কাছাকাছি পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসের চালক আবুল কালাম (৪৭) কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। তবে পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকে রুবেল, আরিফ হোসেন, শরিফুল ইসলাম, উৎপল দেবনাথ ও দুলু মিয়ার নামের পাঁচ ডাকাতকে আটক করা হয়। এসময় ডাকাতদের কাছ থেকে একটি মাইক্রোবাস, দুটি ওয়াকিটকি, র‍্যাবের দুটি কালো জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, একটি লেজার লাইট, একটি ইলেকট্রিক শক যন্ত্র, একটি লোহার লাঠি, পাঁচটি ছুরি, ১০ হাত লম্বা একটি রশি, ভুয়া গাড়ির দুটি নম্বর প্লেট জব্দ করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

শিক্ষক শফিকুর রহমান লাঞ্ছিত হওয়ার ঘটনায় ৮জনকে আসামিকে করে থানায় একটি মামলা । মামলায় সোমবার রাতে বল্লী ইউনিয়নে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে

৩ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা বাহিনী ওই আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় দুই লক্ষ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়

১ দিন আগে

রোববার (১৭ আগস্ট ) রাত আনুমানিক ৯ টায় নরসিংদী জেলা ডিবি পুলিশ রায়পুরা থানার শীর্ষ সন্ত্রাসী তৈয়বকে গ্রেফতার করে

১ দিন আগে