অস্ত্র, বিস্ফোরক ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি, বিস্ফোরক এবং গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।

গ্রেফতারকৃতরা হলেন: মাসুদ রানা চৌকিদার (৩৮), শাকিল (২১), মামুন (৪০), মো. রাব্বি (২৬), মো. আসাদ মিয়া (৪৫), মো. পলাশ শেখ (৩৭) এবং আনোয়ার হোসেন (৪৪)।

ডিবি ২

শনিবার (১০ মে) গভীর রাতে শুরু হওয়া অভিযান চলাকালে প্রথমে মাসুদ রানা চৌকিদারকে একটি ৭.৬২ এমএম বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে উদ্ধার করা হয় ডাকাতির জন্য প্রস্তুত ৩৬টি ককটেল। বোম্ব ডিজপোজাল ইউনিট উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করে এবং আদালতে উপস্থাপনের জন্য ভিডিও ধারণ করে।

ডিবি সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার আনোয়ার হোসেন এবং বরিশালের পলাশ শেখের নেতৃত্বে গঠিত একটি ডাকাত দল ঢাকার বিভিন্ন স্থান থেকে দনিয়া কলেজ এলাকায় একত্রিত হয়ে গোপালগঞ্জের বৌলতলী বাজারের নিউ ডলি জুয়েলার্সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

পরবর্তী অভিযানে সকাল ১০টায় ডাকাত দলের চার সদস্য শাকিল, মামুন, রাব্বি ও আসাদ মিয়াকে একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসসহ গ্রেফতার করা হয়। পরে ধোলাইপাড় এলাকা থেকে মূল পরিকল্পনাকারী মো. পলাশ শেখ ও আনোয়ার হোসেনকেও আটক করা হয়।

ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিবি আরও জানিয়েছে, জানুয়ারি ২০২৫ থেকে এ পর্যন্ত মোট ৮৭ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের ধারাবাহিক অভিযানের ফলে ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় ডাকাতি উল্লেখযোগ্যভাবে কমেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

শিক্ষক শফিকুর রহমান লাঞ্ছিত হওয়ার ঘটনায় ৮জনকে আসামিকে করে থানায় একটি মামলা । মামলায় সোমবার রাতে বল্লী ইউনিয়নে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে

৩ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা বাহিনী ওই আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় দুই লক্ষ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়

১ দিন আগে

রোববার (১৭ আগস্ট ) রাত আনুমানিক ৯ টায় নরসিংদী জেলা ডিবি পুলিশ রায়পুরা থানার শীর্ষ সন্ত্রাসী তৈয়বকে গ্রেফতার করে

১ দিন আগে