বরগুনায় মাদকের টাকা না পেয়ে কুপিয়ে স্ত্রীর হাত বিচ্ছিন্ন করার অভিযোগ

প্রতিনিধি
বরগুনা
Thumbnail image

বরগুনার আমতলীতে মাদকের টাকা না পেয়ে পলি বেগম (৪৫) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার উপজেলার দক্ষিণ টেপুড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই নারী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম সাইদুর রহমান। তিনি একই এলাকার বাসিন্দা ও একটি সরকারি হাসপাতালে অফিস সহায়কের কাজ করতেন। ২০২০ সালে সেখান থেকে অবসর নেন তিনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও স্বজনের ভাষ্য, চাকরিরত অবস্থায় মাদকাসক্ত হয়ে পড়েন সাইদুর। মাদক সেবনের টাকা না পেয়ে প্রায়ই স্ত্রী পলি বেগমের ওপর নির্যাতন চালাতেন। গতকাল বিকেলে পলির কাছে মাদকদ্রব্য কেনার জন্য টাকা দাবি করেন তিনি। কিন্তু স্ত্রী টাকা দিতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় কুপিয়ে তাঁকে গুরুতর জখম করেন সাইদুর। এতে পলির ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজনেরা তাঁকে উদ্ধার করে পাশের পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে থেকে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়।

সাইদুর রহমানের চাচাতো ভাই ও মাদ্রাসার শিক্ষক জসিম মৃধা বলেন, সাইদুর ২০ বছর ধরে মাদক সেবন করে আসছেন। মাদকের টাকা না পেলে স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালাতেন। এই নেশার কারণে তাঁকে অনেক স্থানে জরিমানা দিতে হয়েছে।

সাইদুর ও পলি দম্পতির ছেলে আসাদুর রহমান আজ শনিবার সকালে মুঠোফোনে বলেন, গতকাল রাতে নিটোরে তাঁর মায়ের অস্ত্রোপচার হয়েছে। তবে সেখানে নিতে দেরি হওয়ায় হাতটি সংযোজন করা যায়নি। ঘটনার ছয় থেকে আট ঘণ্টার মধ্যে নিয়ে যেতে পারলে হাতটি জোড়া লাগানো যেত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি বলেন, ‘আমার বাবার মাথায় একটু সমস্যা আছে। এ কারণে তিনি এই আচরণ করেছেন। মা এখন মোটামুটি সুস্থ।’

এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হামলা নিয়ে আরও পড়ুন

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে।

৩ দিন আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ।

৬ দিন আগে

নরসিংদীর পলাশ উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের প্রবাসী গৌরা দাসের বাড়িতে ডাকাতি হয়েছে। গত এক সপ্তাহ আগে সে মালয়েশিয়া থেকে বাড়িতে আসে।

৬ দিন আগে

বাগেরহাটের রামপালে স্কুলে যাওয়ার পথে এক শিক্ষিকাকে শয়তানের নিশ্বাস (এসকোপ্লবীন) দিয়ে অচেতন করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

৬ দিন আগে