কুমিল্লা মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলা

প্রতিনিধি
কুমিল্লা
আপডেট : ২২ মার্চ ২০২৫, ১১: ৫৮
Thumbnail image
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় যৌথ বাহিনী। ছবি : সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে খবর সংগ্রহ করতে যমুনা টেলিভিশন ও চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টারসহ চার সাংবাদিক হামলার শিকার হয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে নগরীর ধর্মপুর এলাকার পারুল নামে এক নারীর মৃত্যুর খবর পেয়ে সেখানে যান সাংবাদিকরা।

অভিযোগ উঠেছে, ‘অস্বাভাবিকভাবে’ এক নারীর মৃত্যুর অভিযোগে তথ্য সংগ্রহ করতে গিয়ে এই হামলার শিকার হন তারা। এ সময় রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছোড়ে যৌথ বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারুল নামে এক নারীকে অন্য আরেকজন রোগীর ইনজেকশন পুশ করার অভিযোগ ওঠে এক চিকিৎসকদের বিরুদ্ধে। এর কিছুক্ষণ পর পারুলের মৃত্যু হয়। এ নিয়ে রোগীর স্বজনরা প্রতিবাদ করলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের হাসপাতাল থেকে বের করে দেয়।

পরে খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা। এ সময় যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খোকন চৌধুরী, ভিডিও জার্নালিস্ট জিহাদুল ইসলাম সাকিব, চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টের ওপর হামলা করে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা। এ ছাড়া সাংবাদিকদের সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল ফোন ও মাইক্রোফোন কেড়ে নেয় তারা।

এরপর ঘটনাস্থলে গিয়ে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। পরে আহত সাংবাদিকদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে আসে। এ ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হামলা নিয়ে আরও পড়ুন

আটক রুবেল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল

১৯ ঘণ্টা আগে

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় এ এস এম হায়াত উদ্দিন (৪২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের হাড়িখালি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত হায়াত উদ্দিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন।

১ দিন আগে

প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছে

৩ দিন আগে

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে গোপনে খবর পেয়ে শেরপুরের কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সোয়েব হত্যা মামলার প্রধান আসামি জামিলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন

৪ দিন আগে