বনশ্রীতে লুট হওয়া সেই স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৬

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় খোয়া যাওয়া স্বর্ণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এই তথ্য জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া ২০০ ভরি সোনা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডিএমপির ডেপুটি কমিশনার (ডিসি—মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ বেলা সোয়া ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন।

নাম না প্রকাশের অনুরোধ করে অভিযানসংশ্লিষ্ট ডিবি পুলিশের পদস্থ একজন কর্মকর্তা জানান, এই ঘটনাটা ঘটিয়েছে একটি পেশাদার ডাকাতদল, যারা গুলি চালিয়ে স্বর্ণ লুট করার আগে কয়েকদিন জায়গাও রেকি করেছেন। ঢাকা ও ঢাকার বাইরে সদস্য নিয়ে ডাকাতদলটি কাজ করে। তাদের সবার নামে একাধিক মামলা রয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে বনশ্রী এলাকায় নিজ বাসার সামনে ওই স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছুরিকাঘাত করে সোনা ও টাকা ছিনিয়ে নেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত।

ভুক্তভোগী আনোয়ারুল ইসলাম অলংকার জুয়েলার্স-এর মালিক।

ওই সময় পুলিশ জানায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয়। ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি করে। এর মধ্যে অন্তত একটি গুলি তার শরীরে আঘাত করে। এছাড়া তার পিঠে ও পায়ে ছুরিকাঘাতে জঘম করা হয়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানিয়েছিলেন, আনোয়ারুল প্রায় ২০০ ভরি সোনা ও নগদ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।

'একটি অজ্ঞাত দল প্রথমে আনোয়ারুল ইসলামের জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি প্রতিরোধ করলে লাল হেলমেট পরা এক ব্যক্তি তাকে গুলি করে, আরেকজন ছুরিকাঘাত করে সবকিছু নিয়ে যায়,' বলেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হামলা নিয়ে আরও পড়ুন

পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় দুই লক্ষ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়

১২ ঘণ্টা আগে

রোববার (১৭ আগস্ট ) রাত আনুমানিক ৯ টায় নরসিংদী জেলা ডিবি পুলিশ রায়পুরা থানার শীর্ষ সন্ত্রাসী তৈয়বকে গ্রেফতার করে

১৩ ঘণ্টা আগে

তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে স্বর্ণ নিয়ে আসে। এছাড়া দীর্ঘদিন ধরে তারা বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছে

১৪ ঘণ্টা আগে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে