কিশোরগঞ্জে বিএডিসির উপপরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রতিনিধি
কিশোরগঞ্জ
Thumbnail image
উপপরিচালক হারুন অর রশীদ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বিএডিসি (আলু বীজ) উপপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, কৃষকের কাছ থেকে প্রতি বস্তায় ১০ কেজি অতিরিক্ত আলু নেওয়া, জেনারেটরের তেল ও কৃষকদের কীটনাশক না দিয়ে অর্থ আত্মসাৎ করছেন। এর প্রতিবাদ করায় কার্যালয়টির সহকারী মেকানিক কাম-অপারেটর মো.দিদারুল আলম সজলকে চাকরি থেকে অব্যাহতি দেন তিনি।

এসব বিষয়ে দিদারুল আলম সজল গত ১৫ সেপ্টেম্বর কৃষি মন্ত্রণালয়ে সচিব বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১ মার্চ চাকরিতে যোগদান করেন দিদারুল আলম সজল। গত বছরের ১৮ আগস্ট দিদারুল আলম সজল অফিসে কৃষকের কাছ থেকে আলুর প্রতি বস্তায় ১০ কেজি অতিরিক্ত আলু নেওয়া হবে না এবং বিদ্যুৎ চলে যাওয়া দেখিয়ে জেনারেটরের তেল ও কৃষককে কীটনাশক না দিয়ে অর্থ আত্মসাৎ করা যাবে না বলায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেন। পরে বেতন-ভাতাও বন্ধ করে দেন।

পরবর্তী সময়ে তিনি চাকরি ফিরে পেতে পাকুন্দিয়া সহকারী জজ আদালতে গত ১৭ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে, দুর্নীতি, ঘুষ, অনিয়ম প্রসঙ্গে কথা বলায় সজলকে মৌখিকভাবে চাকরিচ্যুত করা হয়। অব্যাহতি দেওয়ার সময় বিবাদীরা কোনোরকম অফিসিয়াল নিয়মনীতি অনুসরণ করেনি। ওই কার্যালয়ে যোগদানের পর থেকেই হারুন অর রশীদ সীমাহীন অনিয়ম, দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এসব অনিয়মের বিরুদ্ধে যেই প্রতিবাদ করে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়।

এর আগেও ২০২০ সালে ওই কর্মকর্তার বিরুদ্ধে কৃষকদের মাঝে ভেজাল বীজ বিতরণসহ প্রতারণার অভিযোগ ওঠে। এ নিয়ে তার শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন কৃষকরা। সেই সময়ে তার কার্যালয় থেকে ভিত্তি বীজে পরিবর্তে নিম্নমানের বীজ বিতরণ করার কারণে আলু উৎপাদন হয়নি।

ভুক্তভোগী দিদারুল আলম সজল বলেন, ‘আমার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। নিয়োগ পেয়ে আমি ১২বছর চাকরি করেছি। হাইকোর্টের রায়ও আছে। ৫ আগস্টের পর আমি বলেছিলাম দুর্নীতি করা যাবে না, তেল চুরি করা যাবে না। যে কারণে আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এসব বিষয়ে অভিযুক্ত হারুন অর রশীদের বক্তব্য নিতে গেলে তিনি অভিযোগের বিষয়ে কোনো সদুত্তর না দিয়ে সংবাদকর্মীদের সঙ্গে অশোভন আচরণ করেন।

এ বিষয়ে পাকুন্দিয়ার ইউএনও মো.বিল্লাল হোসেনকে অবগত করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমি ইতোমধ্যে অবগত হয়েছি। তিনি খুবই নিন্দনীয় ও অপেশাদারমূলক আচরণ করেছেন। তাকে সতর্ক করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দুর্নীতি নিয়ে আরও পড়ুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে মানসিক ভারসাম্যহীন এক ২০ বছর বয়সী নারী ধর্ষণের শিকার হয়েছেন

৯ ঘণ্টা আগে

খুলনার লবণচরা দরবেশ মোল্লা গলিতে সংঘটিত নৃশংস ট্রিপল মার্ডার রহস্যের পরিধি বাড়ছে। শিশু মোস্তাকিম (৮), ফাতিহা (৬) ও তাদের নানি মহিতুন্নেছা বেগমকে হত্যা করার ঘটনায় এখনও কোনো নিশ্চিত আসামি শনাক্ত হয়নি, তবে সন্দেহের তালিকায় বাদ যাচ্ছে না নিহত শিশুদের পরিবারের সদস্যরাও

১০ ঘণ্টা আগে

নরসিংদীর বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে তিনটি পাম্পের পাঁচটি ইউনিট বন্ধ করে দিয়েছ বিএসটিআই। সংস্থাটির আঞ্চলিক কার্যালয় নরসিংদীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: কামরুল পলাশের নেতৃত্বে এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: আরিফ হোসেন আসিফ ও কাজী শাখাওয়াত হোসেন এ অভিযান পরিচালনা করেন।

১ দিন আগে