নিজস্ব প্রতিবেদক
দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তাদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরই মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি এবং রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে নরসিংদী শহর যুবদলের আহ্বায়কের বিরুদ্ধে।
নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন।
এ ছাড়া জেলা পুলিশ সুপার (এসপি), সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), নরসিংদী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) অভিযোগপত্রের অনুলিপি দিয়েছেন তিনি।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সুমন ও তার সহযোগীরা স্টেশনে এসে কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন; শারীরিকভাবে লাঞ্ছিত করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন; স্টেশনের ভিআইপি কক্ষে মাদক ও জুয়ার আসর বসান এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন।
গত ২১ ফেব্রুয়ারি রাত আনুমানিক সোয়া ৮টার দিকে সুমন ও তার সহযোগীরা অস্ত্র নিয়ে জোর করে স্টেশনের অফিস কক্ষে প্রবেশ করে আবু তাহের ও তার সহকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত এবং চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে হত্যা করা হবে এমন হুমকিও দেন সুমন—উল্লেখ করেছেন তাহের।
নরসিংদী রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে জরুরিভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে স্টেশনের কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়বে।
দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তাদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরই মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি এবং রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে নরসিংদী শহর যুবদলের আহ্বায়কের বিরুদ্ধে।
নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন।
এ ছাড়া জেলা পুলিশ সুপার (এসপি), সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), নরসিংদী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) অভিযোগপত্রের অনুলিপি দিয়েছেন তিনি।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সুমন ও তার সহযোগীরা স্টেশনে এসে কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন; শারীরিকভাবে লাঞ্ছিত করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন; স্টেশনের ভিআইপি কক্ষে মাদক ও জুয়ার আসর বসান এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন।
গত ২১ ফেব্রুয়ারি রাত আনুমানিক সোয়া ৮টার দিকে সুমন ও তার সহযোগীরা অস্ত্র নিয়ে জোর করে স্টেশনের অফিস কক্ষে প্রবেশ করে আবু তাহের ও তার সহকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত এবং চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে হত্যা করা হবে এমন হুমকিও দেন সুমন—উল্লেখ করেছেন তাহের।
নরসিংদী রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে জরুরিভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে স্টেশনের কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়বে।
নিহত ব্যক্তির পরিবার থেকে মারধরকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু করেছে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না
৪ ঘণ্টা আগেএর আগে শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর এলাকার আরশীনগরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। রাতেই নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন
৪ ঘণ্টা আগেআটক রুবেল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল
১ দিন আগেবাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় এ এস এম হায়াত উদ্দিন (৪২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের হাড়িখালি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত হায়াত উদ্দিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন।
২ দিন আগেনিহত ব্যক্তির পরিবার থেকে মারধরকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু করেছে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না
এর আগে শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর এলাকার আরশীনগরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। রাতেই নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন
আটক রুবেল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় এ এস এম হায়াত উদ্দিন (৪২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের হাড়িখালি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত হায়াত উদ্দিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন।