শাহজালাল বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণসহ আটক ৩

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নরা (এপিবিএন) ৮৮৭.৫০ গ্রাম বা ৭৬ ভরি স্বর্ণসহ ৩ জনকে আটক করেছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ তিনটি পৃথক ঘটনায় মোট ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (১৭ আগস্ট) বিমানবন্দরের বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্বর এলাকায় মো. সালেহ ফয়সালকে ২৯৩.৫০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ আটক করা হয়। এর বাজার মূল্য ৩৬ লাখ ১০ হাজার ৫০ টাকা।

একইদিন দুপুরে ২ নং আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার সংলগ্ন এলাকায় মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ৪৬ লাখ ২১ হাজার ৫০০ টাকা। উভয় ঘটনায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাসুম রানা নামে এক ব্যক্তিকে ২ নং আগমনী টার্মিনালে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কারসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে স্বর্ণ নিয়ে আসে। এছাড়া দীর্ঘদিন ধরে তারা বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান,স্বর্ণ চোরাচালান রোধে বরাবরের মতোই শক্ত অবস্থানে আছি। বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে আমরা সতর্ক।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দুর্নীতি নিয়ে আরও পড়ুন

পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় দুই লক্ষ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়

৪ ঘণ্টা আগে

রোববার (১৭ আগস্ট ) রাত আনুমানিক ৯ টায় নরসিংদী জেলা ডিবি পুলিশ রায়পুরা থানার শীর্ষ সন্ত্রাসী তৈয়বকে গ্রেফতার করে

৫ ঘণ্টা আগে

তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে স্বর্ণ নিয়ে আসে। এছাড়া দীর্ঘদিন ধরে তারা বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছে

৬ ঘণ্টা আগে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

৬ ঘণ্টা আগে