নরসিংদীতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

নিয়োগে বড় অনিয়ম

প্রতিনিধি
স্টাফ রিপোর্টার
আপডেট : ০৮ মে ২০২৫, ১৮: ৪৮
Thumbnail image
ফাইল ছবি

নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তিতে চরম অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। সরকারি মিডিয়ার তালিকাভুক্ত নয় এমন একটি স্থানীয় পত্রিকায় স্মারকবিহীন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অনিয়মতান্ত্রিকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। ৪টি পদে নিয়োগ দেয়ার কথা থাকলেও রেজাল্ট শিটে ৬টি ক্যাটাগরির কথা উল্লেখ করে তিনজনকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগ করার পরও অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিল ফর ইন্ডাস্ট্রি কমপেটিটিভেন্স এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এর অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানটির অনিয়মের বিষয়ে তদারকি করছে না সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানের শর্তাবলি লঙ্ঘন করে বিধি বহির্ভূত অতিথি প্রশিক্ষক, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং এবং আইটি সাপোর্ট টেকনিক এন্ড মোবাইল ফোন সার্ভিস পদে ৩ জনকে নিয়োগ প্রদান করে। অবৈধভাবে যারা নিয়োগ লাভ করেন তারা হলেন, সাইফুল রহমান, রাজা সরকার ও আতিফ জহির। অনিয়ম করে নিয়োগ দেয়ার প্রতিবাদে প্রতিকার চেয়ে স্থানীয় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন মো: সোহরাব উদ্দিন ভূইয়া ও কাকন মিত্র নামে দুই অভিযোগকারী।

তাদের অভিযোগের আলোকে জানা যায়, অতিথি প্রশিক্ষক (ইলেকট্রিক্যাল ইনস্টলেশন) পদে আদেবন জমা পড়েছে ৫ টি। লিখিত পরীক্ষার জন্য ডেকেছেন ৩ জনকে। ৩ জনরে মধ্যে একজন বিএসসি ও ২ জন ডিপ্লোমা প্রকৌশলী পরীক্ষার্থীকে অংশগ্রহণ করার সুযোগ দেয়। যোগ্যতা সম্পন্ন প্রার্থী থাকার পরও অযোগ্য প্রার্থী সাইফুল রহমানকে চাকুরি দেয় কর্তৃপক্ষ। অথচ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সাইফুল রহমানের আবেদন করার যোগ্যতাই নেই। স্মারক নাম্বারবিহীন বিজ্ঞাপনে শর্তাবলির কোন ক্রাইটেরিয়ায় তিনি আবেদন করতে পারেন না। সাইফুল ২০১৬ সালে এসএসসি পাশ করে পরে ২০২০ সালে ডিপ্লোমা পাশ করেন। আবেদন করতে এসএসসি পাশ করার পর ১০ বছরের অভিজ্ঞতা ও ডিপ্লোমা পাশ করলে ৭ বছরের অভিজ্ঞতা লাগার কথা লেখা আছে শর্তাবলিতে । সুতরাং ২০২৫ সালের মধ্যে কোন ক্রাইটেরিয়া তিনি এ পদে আবেদন করলেও তা গ্রহণ করার কোন সুযোগ নেই। শফিকুল ইসলাম নামে তার এক সহপাঠী আবেদন করলেও তার আবেদনপত্র বাতিল করে দেয় কর্তৃপক্ষ

আরেকটি অভিযোগে দেখা যায়, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং পদে ৬টি আবেদন জমার পড়ছে। এর মধ্যে ৩জন ডিপ্লোমা প্রকৌশলী। ২জনকে লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করার অনুমতি দেয়। এসএসসি পাশ করে বাসা বাড়িতে মিস্ত্রির কাজ করতেন রাজা সরকার নামে একজনকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। অথচ ২০১৬ থেকে ২৪ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের ট্রেনার সোহরাব উদ্দিনকে চাকরি দেয়া হয়নি।

অনুসন্ধানকালে আরো জানা যায়, কলেজের অধ্যক্ষ ও নিয়োগ কমিটির সভাপতি হাসিনা ইয়াসমিনের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। তিনি গত ১৫ বছর ধরে এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন। চিফ ইন্সট্রাকটর থেকে গত ৩০ ডিসেম্বর অধ্যক্ষ পদে পদোন্নতি লাভ করেন । পদোন্নতি লাভ করেও এখানে থেকে নানা অনিয়ম করে আসছেন। এসব বিষয়ে তার কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকতার নির্দেশ ছাড়া কিছুই করা হয়নি। এ বিষয়ে জানার থাকলে তাকে জিজ্ঞেস করতে পারেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনিও দৈনিক নিখাদ খবরকে জানান, “সকল নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দুর্নীতি নিয়ে আরও পড়ুন

শিক্ষক শফিকুর রহমান লাঞ্ছিত হওয়ার ঘটনায় ৮জনকে আসামিকে করে থানায় একটি মামলা । মামলায় সোমবার রাতে বল্লী ইউনিয়নে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে

৩ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা বাহিনী ওই আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় দুই লক্ষ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়

১ দিন আগে

রোববার (১৭ আগস্ট ) রাত আনুমানিক ৯ টায় নরসিংদী জেলা ডিবি পুলিশ রায়পুরা থানার শীর্ষ সন্ত্রাসী তৈয়বকে গ্রেফতার করে

১ দিন আগে