সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে ২৫৬ কোটি শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১৯: ০৮
Thumbnail image
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে শেয়ারবাজারে প্রতারণার ঘটনায় দুদক তলব করেছে।

অভিযোগ, তিনি প্যারামাউন্ট ইনস্যুরেন্স, ক্রিস্টাল ইনস্যুরেন্স ও সোনালী পেপারস লিমিটেডের কারসাজিতে বিনিয়োগ করে ২ কোটি ৯৫ লাখ টাকার ‘রিয়েলাইজড ক্যাপিটাল গেইন’ আয়ে অপরাধমূলক সুবিধা নিয়েছেন।

দুদক সোমবার ও মঙ্গলবার (২৫ ও ২৬ নভেম্বর) সাকিবসহ ১৫ জনকে কার্যালয়ে হাজির হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নিতে তলব করেছে। এদের মধ্যে রয়েছে সমবায় অধিদপ্তরের সাবেক উপনিবন্ধক মো. আবুল খায়ের ও তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, এছাড়া আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মো. বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির এবং তানভির নিজাম।

এজাহারে বলা হয়েছে, আবুল খায়ের সহযোগীদের সঙ্গে যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ১৭ ধারা লঙ্ঘন করেছেন। তিনি বিভিন্ন কৌশলে শেয়ারের দাম কৃত্রিমভাবে বৃদ্ধি করে সাধারণ বিনিয়োগকারীদের ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকার ক্ষতি করেছেন। অভিযুক্তরা অস্বাভাবিক ক্যাপিটাল গেইনের অর্থ বিভিন্ন খাতে স্থানান্তর করে উৎস গোপন করেছেন, যার মধ্যে ২৯ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকার তথ্য পাওয়া গেছে।

তদন্তে দেখা গেছে, আবুল খায়েরের নামে থাকা ১৭টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে গত ১৭ জুন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দুর্নীতি নিয়ে আরও পড়ুন

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে শেয়ারবাজারে প্রতারণার ঘটনায় দুদক তলব করেছে

১৭ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরে দুদকের পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে শহরের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফ হোসেন, পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু এবং পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলীর বিরুদ্ধে

১৭ ঘণ্টা আগে

দেওয়ানগঞ্জে গ্রামীণ শক্তি কোম্পানির সোলার হোম সিস্টেম কিস্তি না দেওয়ায় ২০০ গ্রাহককে ওয়ারেন্টভুক্ত করা হয়েছে, ইতিমধ্যেই পুলিশের হাতে ১৫ জন গ্রেফতার হয়েছেন

২০ ঘণ্টা আগে

ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোতালেব হোসেনকে (৪৩) অবশেষে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ

১ দিন আগে