জামিন পাওয়া ২ আসামিকে অপহরণ, আহত ১৫

গাজীপুর আদালত চত্বরে হামলা

প্রতিনিধি
টঙ্গি, গাজীপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ২৪
Thumbnail image
ফাইল ছবি

গাজীপুরের রাজবাড়ী এলাকায় জেলা জজ আদালত চত্বরে জামিন পাওয়া দুই সহোদর আসামিকে মারধর করে অপহরণ করেছে বাদীপক্ষ। এ সময় নারী-পুরুষসহ ১৩ আসামিকে বেধড়ক মারধর ও কুপিয়ে আহত করা হয়। এতে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আদালতের পশ্চিম পাশে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

অপহৃত দুই আসামি হলেন গাজীপুরের শ্রীপুর থানার তেলিহাটি এলাকার আব্দুল মালেকের ছেলে মো. মিলন মিয়া (৩৫) ও বাবুল মিয়া (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং জিএমপি সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান।

জানা গেছে, আজ মারামারি সংক্রান্ত একটি মামলায় হাজিরা ও স্থায়ী জামিনের জন্য আদালতে আসেন তেলিহাটি এলাকার মালেকের দুই ছেলে ও তাদের লোকজন। জামিন পাওয়ার পর বাদী পক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে মিলন ও বাবুলকে অপহরণ করে নিয়ে যায় বাদী পক্ষের লোকজন।

আসামি বাবুল মিয়ার স্ত্রী দোলেনা বেগম বলেন, ‘মামলার বাদী এস এম নাজমুল হক সুমনসহ কয়েকজন এসে একজন আইনজীবীকে ধাক্কা দেন। পরে আমার স্বামী-দেবরসহ সবাইকে মারধর করতে থাকে। পরে আমরা আইনজীবীর রুমে ঢুকে দরজা দিয়ে বসে থাকি। তারপর সেখানে থেকে মারধর করতে করতে টেনে হেঁচড়ে তাদের দুজনকে নিয়ে যায়।’

এ বিষয়ে জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল-৩ আদালতে শ্রীপুর থানার ওই মামলাটির ধার্য তারিখ ছিল। মামলার ১৩ জন আসামি অস্থায়ী জামিনে ছিলেন। বাদী পক্ষ আসামিদের জামিনের আবেদনের বিরোধিতা করেন। আদালত আসামিদের জামিন পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত বর্ধিত করেন। মামলার এজাহারকারী বাদী কতিপয় অজ্ঞাতনামা সশস্ত্র লোকজন নিয়ে আসামিদের ওপর আক্রমণ করে। এ সময় আসামিদের মারপিট করে দুইজনকে অপহরণ করে নিয়ে যায়।’

গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, জামিনের পরপরই আসামিরা বাদীপক্ষের অস্ত্রধারীদের দেখে ভয় পেয়ে বিষয়টি তাকে জানান।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে দুইজন পুলিশ সদস্য ছিলেন, তবে তারা কোনো ব্যবস্থা নেননি। বিষয়টি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে এবং আইনজীবী সমিতির সাধারণ সভায় আলোচনার সিদ্ধান্ত হয়েছে।

জিএমপি সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বলেন, আদালত চত্বরে হামলার ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপহরণ নিয়ে আরও পড়ুন

পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় দুই লক্ষ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়

৪ ঘণ্টা আগে

রোববার (১৭ আগস্ট ) রাত আনুমানিক ৯ টায় নরসিংদী জেলা ডিবি পুলিশ রায়পুরা থানার শীর্ষ সন্ত্রাসী তৈয়বকে গ্রেফতার করে

৫ ঘণ্টা আগে

তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে স্বর্ণ নিয়ে আসে। এছাড়া দীর্ঘদিন ধরে তারা বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছে

৬ ঘণ্টা আগে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

৬ ঘণ্টা আগে