ইটালি না পাঠিয়ে লিবিয়ায় নিয়ে সুবাহানকে আটকে রাখার অভিযোগ

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গনেশপুর গ্রামের সুবাহান গাজীকে (৪০) লিবিয়িায় নিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। তিনি ওই গ্রামের শওকাত আলী গাজীর ছেলে।

সাড়ে ১৬ লাখ টাকা নিয়ে তাকে ইটালি নিয়ে যাওয়ার কথা ছিল একই গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে লিবিয়া প্রবাসী শফিকুল ইসলাম ওরফে কেনা’র। এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে তাকে ইটালি না নিয়ে লিবিয়ায় আটকে রেখে আরো টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মানব পাচারকারী শফিকুল ইসলামসহ তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন, প্রথম স্ত্রী রাবেয়া খাতুন, ছেলে ইমন গাজী ও মেয়ে ইভা খাতুনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিবিয়ায় আটক সুবাহান গাজীর স্ত্রী সালমা শিরিন এ অভিযোগ দায়ের করেন । ‌

সালমা শিরিন বলেন, ২০২৩ সালে শফিকুল ইসলাম ওরফে কেনা তার স্বামীকে ইতালি পাঠানোর প্রস্তাব দেন। এসময় তারা সরল বিশ্বাসে তার কথায় আশ্বস্ত হয়ে তাকে এ বাবদ ১১ লাখ টাকা দেন।

পরবর্তীতে বিভিন্ন অজুহাতে দেখিয়ে তিনি সোবহান গাজীর পরিবারের কাছ থেকে আরও ৫ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। পরে তার স্বামী সুবাহান গাজীকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় নিয়ে যান এবং সেখানে আটকে রাখা হয়েছে ।ওই গৃহবধূ জানান,বর্তমানে তার স্বামী লিবিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।

ইটালি না পাঠিয়ে সুবহান গাজীকে কেন লিবিয়ায় আটকে রাখা হয়েছে এমন কথা অভিযুক্ত ’শফিকুল ইসলামের সাথে ফোনে এবং দেশে থাকা তার দুই স্ত্রী, ছেলে ও মেয়ের কাছে জানতে চান। তারা বিষয়টির কোন সমাধান করেনি। বরং তারা শিরিনের স্বামীকে হত্যা বা গুম করার হুমকি দিচ্ছেন এবং আরও অর্থ দাবি করছেন বলে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।

বর্তমানে চরম আর্থিক ও মানসিক দুর্দশায় দিন পার করছে সোবহান গাজীর পরিবার।

‘ইটালি নিয়ে যাওয়ার কথা বলে আমার স্বামীকে লিবিয়ায় পাচার করে দেবে বুঝতে পারলে কখনও আমার স্বামীকে শফিকুল ইসলামের মাধ্যমে বিদেশে পাঠানোর জন্য কথা বলতাম না’, যোগ করেন শিরিন। তিনি এ ব্যাপারে বাংলাদেশ হাই কমিশন, সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযুক্ত শফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন বলেন, ‘ইতালিতে নিয়ে যাবার চুক্তি ছিল। তবে অনেকবার নিয়ে যাবার চেষ্টা করলেও লিবিয়া থেকে ইতালিতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বর্তমানে সুবাহান গাজী লিবিয়ায় আছেন।

কালিগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপহরণ নিয়ে আরও পড়ুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে মানসিক ভারসাম্যহীন এক ২০ বছর বয়সী নারী ধর্ষণের শিকার হয়েছেন

৪ ঘণ্টা আগে

খুলনার লবণচরা দরবেশ মোল্লা গলিতে সংঘটিত নৃশংস ট্রিপল মার্ডার রহস্যের পরিধি বাড়ছে। শিশু মোস্তাকিম (৮), ফাতিহা (৬) ও তাদের নানি মহিতুন্নেছা বেগমকে হত্যা করার ঘটনায় এখনও কোনো নিশ্চিত আসামি শনাক্ত হয়নি, তবে সন্দেহের তালিকায় বাদ যাচ্ছে না নিহত শিশুদের পরিবারের সদস্যরাও

৫ ঘণ্টা আগে

নরসিংদীর বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে তিনটি পাম্পের পাঁচটি ইউনিট বন্ধ করে দিয়েছ বিএসটিআই। সংস্থাটির আঞ্চলিক কার্যালয় নরসিংদীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: কামরুল পলাশের নেতৃত্বে এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: আরিফ হোসেন আসিফ ও কাজী শাখাওয়াত হোসেন এ অভিযান পরিচালনা করেন।

১ দিন আগে