রাজধানী থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরা থেকে উদ্ধার

প্রতিনিধি
সাতক্ষীরা
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৯: ২২
Thumbnail image

রাজধানী ঢাকার মগবাজার এলাকা থেকে ৫ লাখ টাকা মুক্তিপনের দাবীতে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলামকে সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে পুলিশ। পূলিশ জানায়, শনিবার ভোর সাড়ে চার টার দিকে সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলাম (১৭) ঢাকা জেলার পূর্ব রামপুরা সালামবাগ মসজিদ এলাকার অস্থায়ী বাসিন্দা হারুনুর রশিদ খান এর পুত্র। তিনি বরগুনা জেলার বেতাগী উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন জানান, রামপুরা থানার ম্যাসেজ পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ভোরে শহরের নিউমার্কেট এলাকা থেকে আরেফিন কামরুল ইসলামকে উদ্ধার করে। তাকে সাতক্ষীরা সদর থানার নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, পুলিশ নিরাপত্তা হেফাজতে থাকা আরেফিন কামরুল ইসলাম জানায়, সে ঢাকার খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার বিকেলে রামপুরার বাসা থেকে ল্যাপটপ মেরামতের উদ্দেশ্যে বের হয়ে এ্যালিফ্যান্ট রোডে যাবার পথে অফৃত হন।

পথিমধ্যে যানজটের ফলে বিকেল সাড়ে ৫টার দিকে মগবাজার ফ্লাইওভারে বাস থেকে নেমে পড়েন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে অজ্ঞান করে অপহৃত করে।

পরে দূর্বৃত্তরা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করে এবং তার কাছে থাকা ল্যাপটপ ও ফোন কেড়ে নেয়।

পুলিশ জানায়, হাত ও পায়ের বাঁধন কেটে সেখান থেকে পালিয়ে আসে। তাকে যাতে দুর্বৃত্তরা চিনতে না পারে সেজন্য সে গায়ে কাদা মাটি মাখে। কয়েক ঘন্টা পায়ে হেঁটে সে ভোরে সাতক্ষীরার নিউমার্কেট এলাকায় একটি চায়ের দোকানে যায়। সেখান থেকে সে তার বাবা হারুণ-অর-রশিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে। এরপর শনিবার ভোরে পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায়।

আরেফিন কামরুল ইসলামের বাবা হারুণ-অর-রশিদ জানান, ছেলে নিখোঁজ হওয়ার পর তিনি বৃহষ্পতিবার রাতে রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

তিনি জানান, ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তার ছেলেকে অপহরণ করে দূর্বৃত্তরা। টাকা না দিলে ছেলেক হত্যার হুমকিও দেওয়া হয়।

আরও বলেন, ছেলেকে ছাড়াতে তিনি তার মেয়ের মাধ্যমে চার দফায় ২৬ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধও করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় তিনি পুলিশের শরণাপন্ন হন।

পরে ডেমরা, রামপুরা ও নারায়ানগঞ্জের পুলিশ যৌথভাবে নারায়ণগঞ্জের কয়েক জায়গায় অভিযান চালায় আরেফিনকে উদ্ধারে। শনিবার ভোরে ছেলের ফোন পেয়ে তিনি সাতক্ষীরা সদর থানাকে অবহিত করেন। পরে তিনি সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ভিকটিম আরেফিন কামরুলকে নিয়ে আসার জন্য পুলিশ সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ চিরুনি অভিযান অব্যহত রেখেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপহরণ নিয়ে আরও পড়ুন

আটক রুবেল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল

১৯ ঘণ্টা আগে

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় এ এস এম হায়াত উদ্দিন (৪২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের হাড়িখালি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত হায়াত উদ্দিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন।

১ দিন আগে

প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছে

৩ দিন আগে

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে গোপনে খবর পেয়ে শেরপুরের কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সোয়েব হত্যা মামলার প্রধান আসামি জামিলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন

৪ দিন আগে