জামালপুরে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার দুই

প্রতিনিধি
জামালপুর
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জামালপুরে র‍্যাবের অভিযানে রাসেল নামের ৭ বছর বয়সী মাদ্রাসার শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‍্যাব ১৪। শিশুটি কুমিল্লা জেলার মনোহরগঞ্জের উপজেলার মেরুয়া গ্রামের মো: মইন উদ্দিনের ছেলে।

শনিবার রাত ৮ টায় জামালপুর সদর উপজেলার ছোনটিয়া গ্রাম থেকে শিশুকে উদ্ধারের পাশাপাশি মোঃ: সোহেল (৩৭) ও ইমরান (২২) নামের ২ যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় জামালপুর র‍্যাব ১৪। মোঃ সোহেল গান্দাইল গ্রামের মৃত ইসমাইল হোসেন এর ছেলে ও মোঃ ইমরান হোসেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মনোহরপুর গ্রামের মরহুন দুলাল এর ছেলে।

শনিবার রাত ১১ টার দিকে প্রেস ব্রিফিং এসব তথ্য জানান জামালপুর র‍্যাব ১৪ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম।

র‍্যাব কার্যালয় ও শিশুটির পরিবার সুত্রে জানা যায়, গত ২১ জুন কুমিল্লা জেলার মনোহরগঞ্জের উপজেলার আশীর পার আন নুরানি মাদ্রাসা থেকে শিশু রাসেলকে অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শিশুটির মা রোজিনা বেগম থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই বিষয়টি কুমিল্লা জেলার মনোহর গঞ্জ থানা পুলিশ এবং র‍্যাবের নজরে আসে। পুলিশ এবং র‍্যাব যৌথভাবে কাজ করতে থাকলে অপহরণ চক্রের সদস্যরা আধুনিক প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ে ওয়াকিবহাল থাকায় তারা ৭ বছরের শিশুটিকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় এবং শিশুটির পিতা মাতার কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা শনিবার একেক সময় একেক জায়গায় টাকা নিয়ে আসতে বলে। পরে জামালপুর র‍্যাবের সদস্যরা সংবাদ পেয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলামের নেতৃত্বে জামালপুর সদরের ছোনটিয়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও ২ অপহরণকারীকে গ্রেফতার করে।

কথা হলে শিশুটির বাবা মো: মইন উদ্দিন জানান, আমার ছেলে নিখোঁজ পর বিভিন্ন জায়গায় যেতে বলে অপহরণকারীরা। পরে জামালপুর এসে র‍্যাবকে জানালে র‍্যাব সদস্যরা আমার ছেলে উদ্ধার ও ২ অপহরণকারীকে গ্রেফতার করেছে।

এদিকে জামালপুর র‍্যাব ১৪ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম জানান, শিশুটিকে অপহরণ করে ভিডিও কলের মাধ্যমে পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। জামালপুর ছনটিয়া এলাকায় অভিযান করে শিশুকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপহরণ নিয়ে আরও পড়ুন

আটক রুবেল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল

১৯ ঘণ্টা আগে

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় এ এস এম হায়াত উদ্দিন (৪২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের হাড়িখালি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত হায়াত উদ্দিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন।

১ দিন আগে

প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছে

৩ দিন আগে

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে গোপনে খবর পেয়ে শেরপুরের কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সোয়েব হত্যা মামলার প্রধান আসামি জামিলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন

৪ দিন আগে