লিবিয়া প্রবাসীকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ১

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image

লিবিয়া প্রবাসীকে অপহরণ করে শারীরিক নির্যাতনের ভিডিও দেখিয়ে আত্মীয় স্বজনদের কাছে মুক্তিপণ ২০ লাখ টাকা দাবি ও অপহরণের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা থেকে তাকে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারীর কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, লিবিয়ায় বাংলাদেশি প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও অপহরণের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

নীলফামারীর কিশোরগঞ্জ থানার এস আই রিপন জানান, কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের বদি গ্রামের মৃত গাজীয়ার রহমানের পুত্র নয়া মিয়া (৩৪) জীবিকার তাগিদে ২০১৩ সালে লিবিয়ায় যায় এবং সেখানে অবস্থান করছেন। গত ১১ এপ্রিল ভিকটিমের ভাই সবুজ ইসলামের ফোনে অজ্ঞাত ব্যক্তি ফোন করে বলেন , আপনার ভাই লিবিয়াতে আটক আছে। অজ্ঞাত ব্যক্তি বিকাশ ও নগদ দু’টি এজেন্ট নম্বর দিয়ে তার ভাইকে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তাকে ছেড়ে দেয়া হবে না বলে হুমকি দেয়। ভাইয়ের বিপদের কথা চিন্তা করে ওই নম্বর দু’টিতে সবুজ ইসলাম তার নিজস্ব বিকাশ নম্বর সহ বিভিন্ন এজেন্ট নম্বর হতে ২ লক্ষ টাকা পাঠায়। পরবর্তীতে বাকী টাকার জন্য অজ্ঞাত ব্যক্তিরা প্রবাসীর শারীরিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে বাকী ১৮ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়। এ ঘটনায় অপহৃত লিবিয়া প্রবাসীর ভাই সবুজ ইসলাম নগদ ও বিকাশ এজেন্ট নম্বর দুইটির মালিকসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় ২১ এপ্রিল একটি মামলা দায়ের করে। মামলায় উল্লিখিত মোবাইল নম্বর দুইটির সূত্র ধরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহস্পতিবার(২৪ এপ্রিল) কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা হতে মোজাহিদুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোজাহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের কুডিয়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম আমার দেশকে জানান, প্রবাসীকে লিবিয়ায় অপহরণ, মুক্তিপণ দাবি ও আদায়ের মামলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপহরণ নিয়ে আরও পড়ুন

পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় দুই লক্ষ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়

১৪ ঘণ্টা আগে

রোববার (১৭ আগস্ট ) রাত আনুমানিক ৯ টায় নরসিংদী জেলা ডিবি পুলিশ রায়পুরা থানার শীর্ষ সন্ত্রাসী তৈয়বকে গ্রেফতার করে

১৬ ঘণ্টা আগে

তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে স্বর্ণ নিয়ে আসে। এছাড়া দীর্ঘদিন ধরে তারা বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছে

১৬ ঘণ্টা আগে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে