চাঞ্চল্যকর লিমন হত্যাকাণ্ডের মূলহোতা রবিন গ্রেপ্তার

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
গ্রেপ্তার আসামি রবিন মিয়া

রাজধানীর দারুস সালাম থানার গাবতলী সিটি কলোনির নির্মাণাধীন সরকারি কোয়ার্টারে চাঞ্চল্যকর লিমন হত্যাকাণ্ডের মূলহোতা মো. রবিন মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১ ও র‍্যাব-৪-এর যৌথ আভিযানিক দল গতকাল সোমবার রাতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে।

মামলার এজাহার থেকে জানা যায়, দারুস সালাম থানার গাবতলী সিটি কলোনির নির্মাণাধীন সরকারি কোয়ার্টারে চাঞ্চল্যকর মো. লিমন হোসেন (১৬) হত্যা মামলার মূলহোতা পলাতক এক নম্বর আসামি মো. রবিন মিয়া।

জানা যায়, ভিকটিম মো. লিমন হোসেন ব্যাটারিচালিত মিশুক গাড়ির চালক ছিল। গত বছরের ২৩ ডিসেম্বর সকালে লিমন বাসা থেকে মিশুক গাড়ি নিয়ে বের হয়ে আর ফিরে না আসেনি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং আত্মীয়স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরে ২৬ ডিসেম্বর সন্ধ্যায় দারুস সালাম থানার গাবতলী সিটি কলোনির নির্মাণাধীন সরকারি কোয়ার্টারের পঞ্চম তলায় ভিকটিমের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় ডিএমপির দারুস সালাম থানায় গ্রেপ্তার আসামিসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। পরে র‍্যাব-৪ এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ছায়াতদন্ত শুরু করে এবং হত্যাকারীকে চিহ্নিত করতে সক্ষম হয়।

পরবর্তীতে র‍্যাব-১ এবং র‍্যাব-৪-এর একটি দল রবিন মিয়াকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রবিন মিয়াসহ তার অন্য সহযোগীরা পূর্বশত্রুতার জেরে পরস্পর যোগসাজশে ভিকটিম মো. লিমন হোসেনকে হত্যার উদ্দেশ্যে ওই ভবনে নিয়ে শ্বাসরোধে হত্যা করে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হত্যা নিয়ে আরও পড়ুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে মানসিক ভারসাম্যহীন এক ২০ বছর বয়সী নারী ধর্ষণের শিকার হয়েছেন

৮ ঘণ্টা আগে

খুলনার লবণচরা দরবেশ মোল্লা গলিতে সংঘটিত নৃশংস ট্রিপল মার্ডার রহস্যের পরিধি বাড়ছে। শিশু মোস্তাকিম (৮), ফাতিহা (৬) ও তাদের নানি মহিতুন্নেছা বেগমকে হত্যা করার ঘটনায় এখনও কোনো নিশ্চিত আসামি শনাক্ত হয়নি, তবে সন্দেহের তালিকায় বাদ যাচ্ছে না নিহত শিশুদের পরিবারের সদস্যরাও

১০ ঘণ্টা আগে

নরসিংদীর বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে তিনটি পাম্পের পাঁচটি ইউনিট বন্ধ করে দিয়েছ বিএসটিআই। সংস্থাটির আঞ্চলিক কার্যালয় নরসিংদীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: কামরুল পলাশের নেতৃত্বে এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: আরিফ হোসেন আসিফ ও কাজী শাখাওয়াত হোসেন এ অভিযান পরিচালনা করেন।

১ দিন আগে