দুর্বৃত্তের গুলিতে যশোরে যুবক নিহত

প্রতিনিধি
যশোর
Thumbnail image
নিহত মীর সামির সাকিব সাদী। ছবি : সংগৃহীত

যশোরে মীর সামির সাকিব সাদী (৩৫) নামে এক যুবক দুর্বৃত্তদের ছোড়া গুলি ও ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ১২টার দিকে শহরের মুড়িব সড়ক জয়ন্তী সোসাইটির পেছনে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। নিহত সাদী ওই এলাকার মীর শওকত আলীর ছেলে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।

সামিল যশোর শহরের রেলগেট এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একাধিক মামলা আছে। পুলিশ জানায়, সামিল যুবলীগের শহর শাখার বহিষ্কৃত নেতা ও ‘শীর্ষ সন্ত্রাসী’ মেহবুব ম্যানসেলের সহযোগী ছিলেন।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে চাচাতো ভাই রাকিবের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সামিল। বাড়ির সামনে পৌঁছালে দুই অজ্ঞাত ব্যক্তি সামিলকে ছুরিকাঘাত করে। এ সময় রাকিব এক দুর্বৃত্তকে জাপটে ধরেন। তখন তারা সামিলকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে এবং রাকিবকে আঘাত করে পালিয়ে যায়। তাদের ছোড়া গুলি সামিলের গলা ও বুকে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকায় পাঠানো হয়। সেখানে আসার পথে গতকাল রাত ১টার দিকে তার মৃত্যু হয়। সামিলের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। হত্যার কারণ জানতে পুলিশ তদন্ত করছে। তিনি জানান, নিহত সাদী ও হত্যাকাণ্ডে জড়িত বলে যাদের নাম আসছে উভয়পক্ষই সন্ত্রাসী। সবার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কারা ও কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সামিল সন্ত্রাসী, তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। এ ছাড়া হত্যাকারী হিসেবে যাদের নাম আসছে, তারাও সন্ত্রাসী। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযানে শুরু করেছে পুলিশ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হত্যা নিয়ে আরও পড়ুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে মানসিক ভারসাম্যহীন এক ২০ বছর বয়সী নারী ধর্ষণের শিকার হয়েছেন

৮ ঘণ্টা আগে

খুলনার লবণচরা দরবেশ মোল্লা গলিতে সংঘটিত নৃশংস ট্রিপল মার্ডার রহস্যের পরিধি বাড়ছে। শিশু মোস্তাকিম (৮), ফাতিহা (৬) ও তাদের নানি মহিতুন্নেছা বেগমকে হত্যা করার ঘটনায় এখনও কোনো নিশ্চিত আসামি শনাক্ত হয়নি, তবে সন্দেহের তালিকায় বাদ যাচ্ছে না নিহত শিশুদের পরিবারের সদস্যরাও

১০ ঘণ্টা আগে

নরসিংদীর বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে তিনটি পাম্পের পাঁচটি ইউনিট বন্ধ করে দিয়েছ বিএসটিআই। সংস্থাটির আঞ্চলিক কার্যালয় নরসিংদীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: কামরুল পলাশের নেতৃত্বে এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: আরিফ হোসেন আসিফ ও কাজী শাখাওয়াত হোসেন এ অভিযান পরিচালনা করেন।

১ দিন আগে