নিখাদ খবর ডেস্ক
মালয়েশিয়ায় নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হয়েছেন রবিউল শেখ নামে বাংলাদেশি ব্যবসায়ী।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৭ এর জালান ক্রিস্টাল এলাকার ‘এশিয়া পাওয়ার ডায়নামিক’ দোকানে এই ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নারীও রয়েছেন।
দেশটির শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বার্তা সংস্থা বারনামাকে জানান, প্রধান সন্দেহভাজনসহ ৩৩ থেকে ৫৩ বছর বয়সী পাঁচ ব্যক্তিকে গতকাল শনিবার দুপুর ১টা ৪৯ মিনিটে একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়। একই দিন সকাল ৮টা ২৬ মিনিটে পুলিশের কাছে একটি কল পাওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই ফোন কলে মুদি দোকানটির সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের খবর জানানো হয়েছিল।
পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ এবং শাহ আলম হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। দোকানের সামনে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ পরীক্ষা করে মেডিকেল অফিসার নিশ্চিত করেছেন, ধারালো অস্ত্র দিয়ে মাথা, শরীর এবং হাতে একাধিক আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক, তিনি মুদি দোকানে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইকবাল আরও বলেন, ওই সুপারভাইজার এবং তাঁর এক কর্মচারীর মধ্যে বেতন দিতে দেরি হওয়া নিয়ে মুদি দোকানের ভেতরেই বাগ্বিতণ্ডা হচ্ছিল। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। সুপারভাইজারকে মাংস কাটার ছুরি দিয়ে আক্রমণ করা হয়। সুপারভাইজার মাটিতে লুটিয়ে পড়ার আগে পর্যন্ত ওই কর্মচারী তাঁকে বারবার ছুরি দিয়ে আঘাত করেন।
গ্রেপ্তার সন্দেহভাজনদের কারোরই আগে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড নেই। মাদক পরীক্ষায়ও নেগেটিভ ফলাফল এসেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
সন্দেহভাজনদের আজ রোববার থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ধারা ৩০২ (হত্যা) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।
মালয়েশিয়ায় নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হয়েছেন রবিউল শেখ নামে বাংলাদেশি ব্যবসায়ী।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৭ এর জালান ক্রিস্টাল এলাকার ‘এশিয়া পাওয়ার ডায়নামিক’ দোকানে এই ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নারীও রয়েছেন।
দেশটির শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বার্তা সংস্থা বারনামাকে জানান, প্রধান সন্দেহভাজনসহ ৩৩ থেকে ৫৩ বছর বয়সী পাঁচ ব্যক্তিকে গতকাল শনিবার দুপুর ১টা ৪৯ মিনিটে একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়। একই দিন সকাল ৮টা ২৬ মিনিটে পুলিশের কাছে একটি কল পাওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই ফোন কলে মুদি দোকানটির সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের খবর জানানো হয়েছিল।
পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ এবং শাহ আলম হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। দোকানের সামনে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ পরীক্ষা করে মেডিকেল অফিসার নিশ্চিত করেছেন, ধারালো অস্ত্র দিয়ে মাথা, শরীর এবং হাতে একাধিক আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক, তিনি মুদি দোকানে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইকবাল আরও বলেন, ওই সুপারভাইজার এবং তাঁর এক কর্মচারীর মধ্যে বেতন দিতে দেরি হওয়া নিয়ে মুদি দোকানের ভেতরেই বাগ্বিতণ্ডা হচ্ছিল। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। সুপারভাইজারকে মাংস কাটার ছুরি দিয়ে আক্রমণ করা হয়। সুপারভাইজার মাটিতে লুটিয়ে পড়ার আগে পর্যন্ত ওই কর্মচারী তাঁকে বারবার ছুরি দিয়ে আঘাত করেন।
গ্রেপ্তার সন্দেহভাজনদের কারোরই আগে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড নেই। মাদক পরীক্ষায়ও নেগেটিভ ফলাফল এসেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
সন্দেহভাজনদের আজ রোববার থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ধারা ৩০২ (হত্যা) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।
নিহত ব্যক্তির পরিবার থেকে মারধরকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু করেছে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না
৪ ঘণ্টা আগেএর আগে শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর এলাকার আরশীনগরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। রাতেই নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন
৪ ঘণ্টা আগেআটক রুবেল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল
১ দিন আগেবাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় এ এস এম হায়াত উদ্দিন (৪২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের হাড়িখালি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত হায়াত উদ্দিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন।
২ দিন আগেনিহত ব্যক্তির পরিবার থেকে মারধরকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু করেছে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না
এর আগে শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর এলাকার আরশীনগরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। রাতেই নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন
আটক রুবেল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় এ এস এম হায়াত উদ্দিন (৪২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের হাড়িখালি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত হায়াত উদ্দিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন।