সরিষাবাড়ীতে জুয়া খেলার টাকা না দেওয়ায় একজনকে হত্যা

প্রতিনিধি
জামালপুর
Thumbnail image
নিহত রাসেলের স্বজনের আহাজারি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জুয়া খেলার পাওনা টাকা না দেওয়ায় একজনকে হাত-পা বেঁধে আড়ার সঙ্গে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায়, বুধবার গভীর রাতে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার এলাকায় রাসেল মিয়া (৩৫) নামে এক চা দোকানিকে তার বন্ধুরা হাত-পা বেঁধে দোকানের আড়ার সঙ্গে ঝুলিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। নিহত রাসেল মিয়া আরামনগর বাজারের ওহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পৌর এলাকার আরামনগর বাজারের ওহিদুল ইসলামের ছেলে রাসেল মিয়া চা দোকানে কাজ করতেন। রাসেল মিয়াকে তার বন্ধুরা প্রতিদিনই বাসা থেকে জুয়া খেলার জন্য ডেকে আনত। তারা বাজার এলাকায় মোবাইলে অনলাইনে দীর্ঘদিন ধরে জুয়া খেলত। গত কয়েকদিন আগে রাসেল মিয়া জুয়া খেলে তার বন্ধুদের সঙ্গে হেরে যায়। বন্ধুরা অনলাইন জুয়া খেলার সময় রাসেলের কাছে সাড়ে তিন হাজার টাকা পাওনা হয়।

এ টাকা না দেওয়া রাসেলের বন্ধুরা বৃহস্পতিবার গভীর রাতে তাকে বাসা থেকে ডেকে আনে।

পরে বাজারের হাফিজুরের চায়ের দোকানের ভেতরে রাসেলের হাত-পা বেঁধে আড়ার সঙ্গে ঝুলিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রাসেলকে খুঁজতে গিয়ে চায়ের দোকানে ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, হাত-পা বাঁধা অবস্থায় রাসেলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হত্যা নিয়ে আরও পড়ুন

আটক রুবেল দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল

১ দিন আগে

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় এ এস এম হায়াত উদ্দিন (৪২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের হাড়িখালি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত হায়াত উদ্দিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন।

২ দিন আগে

প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছে

৩ দিন আগে

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে গোপনে খবর পেয়ে শেরপুরের কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সোয়েব হত্যা মামলার প্রধান আসামি জামিলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন

৪ দিন আগে