মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতলিয়া দেওয়ানকান্দি গ্রামে সেলিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুজন মোল্লার (৫০) বিরুদ্ধে।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (১৭মে) মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, সুজন মোল্লা মাদকাসক্ত ছিলেন। তিনি রাতে সহজে বাড়ি ফিরতেন না। বিয়ের পর থেকে দুজন দুজনের পরকীয়া সম্পর্ক থাকার বিষয়ে সন্দেহ করতেন। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রায় সময় এ দম্পতির মধ্যে ঝগড়া হতো। সুজন মোল্লা সেলিনাকে মারধর করতেন। এক সপ্তাহ আগে এই দম্পতির মধ্যে ঝগড়া হয়। সে সময় সেলিনা বেগম তার বাবার বাড়ি চলে যান। দুই গ্রামের মুরুব্বিদের মধ্যস্থতায় সেলিনা বেগম স্বামীর বাড়ি ফিরে আসেন।

তিনি আরও জানান, শুক্রবার রাতে আবারও তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সুজন মোল্লা সেলিনাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। শুক্রবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে অভিযুক্ত সুজন মোল্লাকে টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় এলাকা থেকে আটক করা হয়।

নিহত সেলিনা বেগমের স্বামীর নাম সুজন মোল্লা (৪৩)। তাঁর বাড়ি আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামে। নিহত সেলিনা বেগম একই ইউনিয়নের বকুলতলা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। সেলিনা বেগম ও সুজন মোল্লা দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল এই দম্পতির।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হত্যা নিয়ে আরও পড়ুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে মানসিক ভারসাম্যহীন এক ২০ বছর বয়সী নারী ধর্ষণের শিকার হয়েছেন

৬ ঘণ্টা আগে

খুলনার লবণচরা দরবেশ মোল্লা গলিতে সংঘটিত নৃশংস ট্রিপল মার্ডার রহস্যের পরিধি বাড়ছে। শিশু মোস্তাকিম (৮), ফাতিহা (৬) ও তাদের নানি মহিতুন্নেছা বেগমকে হত্যা করার ঘটনায় এখনও কোনো নিশ্চিত আসামি শনাক্ত হয়নি, তবে সন্দেহের তালিকায় বাদ যাচ্ছে না নিহত শিশুদের পরিবারের সদস্যরাও

৭ ঘণ্টা আগে

নরসিংদীর বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে তিনটি পাম্পের পাঁচটি ইউনিট বন্ধ করে দিয়েছ বিএসটিআই। সংস্থাটির আঞ্চলিক কার্যালয় নরসিংদীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: কামরুল পলাশের নেতৃত্বে এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: আরিফ হোসেন আসিফ ও কাজী শাখাওয়াত হোসেন এ অভিযান পরিচালনা করেন।

১ দিন আগে