সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক (স্থগিত) সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য নীলা ইসরাফিল।

বৃহস্পতিবার (২৬ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এই অভিযোগপত্রটি প্রকাশ করেন। একইসঙ্গে এনসিপির গঠিত তদন্ত কমিটির কাছে তা আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।

অভিযোগপত্রে নীলা ইসরাফিল উল্লেখ করেন, ২০২৪ সালের ডিসেম্বরে পারিবারিক সহিংসতার শিকার হয়ে শারীরিক, মানসিক ও সাংগঠনিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তখন এনসিপির নেতা সরোয়ার তুষার তাকে সহানুভূতিশীল ও সহায়তাকারী হিসেবে পাশে দাঁড়ালেও, পরবর্তীতে সেই সম্পর্ককে ব্যক্তিগত ও অনৈতিকভাবে ব্যবহার করেন।

নীলা ইসরাফিল অভিযোগ করেন, তুষার প্রায়ই রাতের বেলা ফোন করে বলতেন— ‘রাজনীতি নয়, তোমার কণ্ঠে স্লোগান ভালো লাগে’, ‘তোমার ঠোঁট সুন্দর’, ‘একটা সুন্দর ছবি পাঠাও’- এসব মন্তব্য আমাকে অপমানিত ও অস্বস্তিতে ফেলেছে।

তিনি আরও বলেন, আমি বারবার পেশাদার সীমা বজায় রাখার অনুরোধ করেছি। কিন্তু তিনি বারবার ব্যক্তিগত আলাপে টানতেন, ছবি চাইতেন, ভিডিও কলে কথা বলতে চাইতেন।

একটি ঘটনায় তিনি অভিযোগ করেন, তুষার বলেন- ‘তোমার বিষয়ে ডিবি অফিসার আমাকে প্রশ্ন করলে আমি বলেছি তুমি আমার গার্লফ্রেন্ড’। একজন রাজনৈতিক নেতার মুখে এ ধরনের মিথ্যা তথ্য দেওয়া দায়িত্বজ্ঞানহীনতা এবং এটি আমার সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে।

অভিযোগপত্রে নীলা ইসরাফিল একটি স্বাধীন, নারীবান্ধব এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নারী কর্মীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় স্বচ্ছ ও কার্যকর অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করার দাবি জানান।

এ বিষয়ে এখনো সরোয়ার তুষারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এনসিপি কেন্দ্রীয় কমিটি থেকেও আনুষ্ঠানিক বিবৃতি বা অবস্থান এখনো জানানো হয়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

৭ ঘণ্টা আগে

শিক্ষক শফিকুর রহমান লাঞ্ছিত হওয়ার ঘটনায় ৮জনকে আসামিকে করে থানায় একটি মামলা । মামলায় সোমবার রাতে বল্লী ইউনিয়নে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে

১২ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা বাহিনী ওই আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় দুই লক্ষ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়

২ দিন আগে