মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে নেওয়া হলো সিএমএইচে

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ শনিবার বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম আজ শনিবার বিকেল ৫টার দিকে এ তথ্য জানান। বলেন, শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে) নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এর পর থেকে শিশুটি পিআইসিইউতে চিকিৎসাধীন ছিল।

সে সময় শিশুটির চাচা সাংবাদিকদের বলেন, ‘সে গত ১ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে বড় বোনের শ্বশুর হিটু মিয়া তাকে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। মারাত্মক অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর গুরুতর অবস্থায় আনা হয় ঢাকা মেডিকেলে।’

এদিকে আজ দুপুরে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন। এরই মধ্যে চার আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, শিশুটি ঢাকায় চিকিৎসাধীন। তাঁর মা সেখানে আছেন। সকালে শিশুটির বড় বোন ও বাবার মাধ্যমে তার মা থানায় এজাহার পাঠান। সেই অনুযায়ী মামলা রুজু হয়েছে। মামলার চার আসামি আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

১৫ ঘণ্টা আগে

নিহতরা হলেন- আমেনা বেগম ও তাঁর মেয়ে রায়হানা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।

১৫ ঘণ্টা আগে

সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামি সাইফুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব।

১ দিন আগে

মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো গ-২৪-১৪২৬ নম্বরের একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ি থেকে ৫৪৯ বোতল ফেনসিডিল সহ এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানা মামলা (নং-৭,) দায়ের করা হয়েছে

১ দিন আগে